AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata in Mahalaya: মহালয়াতেই বড় গিফট কলকাতা মেট্রোর

Kolkata Metro News: পুজোর মুখে যাত্রীদের আরও বেশি সুবিধা দিতে ইতিমধ্যেই নয়া স্মার্ট কার্ড এনে ফেলেছে কলকাতা মেট্রো। ৩ দিন এবং ৫ দিনের সেগমেন্টে এই কার্ডকে ভাগ করা হয়েছে। ৩ দিনের জন্য দিতে হবে ২৫০ টাকা।

Kolkata in Mahalaya: মহালয়াতেই বড় গিফট কলকাতা মেট্রোর
কলকাতা মেট্রোImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Sep 18, 2025 | 8:52 PM
Share

কলকাতা: হাতে আর ক’টা দিন। আর তারপরেই পুজোর আনন্দে মেতে উঠতে চলেছে বাঙালি। তবে আর আগেই মহালয়ার সুখবরটা দিয়ে দিল কলকাতা মেট্রো। ২১ তারিখ রবিবার মহালয়ার দিন কলকাতায় চলবে অতিরিক্ত মেট্রো। সাধারণ রবিবারে যেখানে ১৩০টি মেট্রো চলে, সেখানে মহালয়ার দিন ১৮২টি মেট্রো চলবে ব্লু লাইনে। এর মধ্যে আপ লাইনে ৯১টি, ডাউন লাইনে চলবে ৯১টি মেট্রো। সিংহভাগ মেট্রোই হয় দক্ষিণেশ্বরে এসে থামবে, নাহলে দক্ষিণেশ্বর থেকে ছাড়বে। ইতিমধ্যে প্রেস বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানিয়েছে কলকাতা মেট্রো। 

কলকাতা মেট্রোর জারি করা বিবৃতি বলছে মহালয়ার দিন নোয়াপাড়া, দক্ষিণেশ্বর, দমদম থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫০ ও ৬টা ৫৫ মিনিটে। অন্যদিকে মহানায়ক উত্তমকুমার, শহিদ ক্ষুদিরাম থেকে প্রথম মেট্রো ছাড়বে ৬টা ৫৫ ও ৬টা বেজে ৫৪ মিনিটে। তবে ওই দিন শেষ মেট্রোর সময়ে কোনও বদল হচ্ছে না। 

এদিকে পুজোর মুখে যাত্রীদের আরও বেশি সুবিধা দিতে ইতিমধ্যেই নয়া স্মার্ট কার্ড এনে ফেলেছে কলকাতা মেট্রো। ৩ দিন এবং ৫ দিনের সেগমেন্টে এই কার্ডকে ভাগ করা হয়েছে। ৩ দিনের জন্য দিতে হবে ২৫০ টাকা। ৫ দিনের জন্য দিতে হবে ৫৫০ টাকা। যাত্রীরা যত খুশি যাতায়াত করতে পারবেন এই কার্ড নিয়ে। অন্যদিকে সপ্তাহান্ত তো বটেই পুজোর মুখে সাধারণ দিনগুলিতেও ব্যাপক ভিড় হচ্ছে কলকাতা মেট্রোতে। মেট্রোর বিবৃতি বলছে, ১৫ সেপ্টেম্বর মেট্রোয় সফর করেছেন ৭.৮৩ লক্ষ যাত্রী। ১২ তারিখ মেট্রো চড়েছিলেন ৭.৯৫ লক্ষ যাত্রী। ১১ তারিখ মেট্রো চেপেছেন ৭.৬৭ লক্ষ যাত্রী।