AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mithun chakraborty: এবার গ্রুপ তৈরির আবেদন জানিয়েছেন মিঠুন, দিলেন ফোন নম্বরও

BJP Mithun chakraborty: সামাজিক মাধ্যমে যে কোনও ধরনের অপপ্রচার ও কুৎসা রুখতে এই টিম তৈরি করেছেন অভিষেক। আর এবার ভোটের আগে এবার নতুন গ্রুপ তৈরি করতে উদ্যোগ নিল বিজেপি। সেই গ্রুপের নাম 'মিঠুন যোদ্ধা'। আর গ্রুপ তৈরির এই আর্জি জানিয়েছেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী নিজে। কী করবে এই গ্রুপ? এই গ্রুপের কাজই বা কী?

Mithun chakraborty: এবার গ্রুপ তৈরির আবেদন জানিয়েছেন মিঠুন, দিলেন ফোন নম্বরও
মিঠুন চক্রবর্তীImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Nov 03, 2025 | 9:27 PM
Share

কলকাতা: ‘ডিজিটাল যোদ্ধা’ এই কয়েকদিন আগেই তৈরি করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে তরুণ যুবক-যুবতীদের আবেদনের সংখ্যাও উত্তরোত্তর বেড়েছিল। সামাজিক মাধ্যমে যে কোনও ধরনের অপপ্রচার ও কুৎসা রুখতে এই টিম তৈরি করেছেন অভিষেক। আর এবার ভোটের আগে এবার নতুন গ্রুপ তৈরি করতে উদ্যোগ নিল বিজেপি। সেই গ্রুপের নাম ‘মিঠুন যোদ্ধা’। আর গ্রুপ তৈরির এই আর্জি জানিয়েছেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী নিজে। কী করবে এই গ্রুপ? এই গ্রুপের কাজই বা কী?

মিঠুনের আর্জি, অন্তত দেড়শো জন বিজেপি কর্মী সমর্থক বিধানসভা এলাকায় এই গ্রুপ তৈরি করুক। গ্রুপের সদস্যদের দেওয়া হয়েছে মিঠুনের দু’টি ফোন নম্বর। তার মধ্যে একটি নম্বর দেওয়া হয়েছে আইনি সহায়তার জন্য, অন্য নম্বরটি দেওয়া হয়েছে সংগঠন তৈরির জন্য। ভোটের আগে মিঠুন চক্রবর্তী এই গ্রুপ তৈরির পরামর্শ দিয়েছেন। এ প্রসঙ্গে বলতে গিয়ে মিঠুন বলেন, “প্রতিবাদ থেকে শুরু করে অবরোধ থেকে শুরু করে যখন যেখানে যা দরকার হবে এই আমার যোদ্ধারা সেখানে দাঁড়িয়ে থাকবেন। দরকারে আপনার সঙ্গে যেভাবে ব্যবহার করা হয়েছে আপনিও সেই একইভাবে ব্যবহার করুন। আমি নম্বর দিয়েছি। সেই নম্বরে অনেক কাজ হবে।”

যদিও, বিষয়টিকে কটাক্ষ করেছে তৃণমূল চক্রবর্তী অরূপ চক্রবর্তী। তিনি বলেন, “আমি গতকালও বলেছি ফেল করা ছাত্র যতই ফাস্ট বয়কে টুকলি করার চেষ্টা করুক, প্রথম হতে পারে না। ফেল করা ছাত্র ফেল্টু রাম থাকে আর ফার্স্ট বয় ফার্স্ট বয়ই থাকে।”