TMC on SIR: এসআইআর বিরোধিতায় আরও এক পদক্ষেপ! বিধানসভায় প্রস্তাব আনতে পারে তৃণমূল
SIR in Bengal: তৃণমূলের অভিযোগ, SIR–এর মাধ্যমে রাজ্যে ভোটাধিকার থেকে সাধারণ মানুষকে বঞ্চিত করার চেষ্টা চলছে। দলের তরফে দাবি করা হয়েছে, কেন্দ্রের শাসক দলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই এই এসআইআর চালু করা হয়েছে।

কলকাতা: পশ্চিমবঙ্গ সহ মোট ১২টি রাজ্যে এসআইআর ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে শুরুও হয়ে গিয়েছে সেই প্রক্রিয়া। এই রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল পথে নেমে এসআইআর-এর বিরোধিতা করেছে। পথে নেমেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার আরও এক পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে শাসক দল।
বিধানসভায় শীতকালীন অধিবেশনে SIR–এর বিরুদ্ধে প্রস্তাব আনার সম্ভাবনা তৃণমূলের। রাজ্যের আসন্ন শীতকালীন অধিবেশনকে ঘিরে রাজনীতির অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা। সূত্রের খবর, এই অধিবেশনেই SIR–এর বিরুদ্ধে প্রস্তাব আনতে পারে শাসক দল তৃণমূল কংগ্রেস।
তৃণমূলের অভিযোগ, SIR–এর মাধ্যমে রাজ্যে ভোটাধিকার থেকে সাধারণ মানুষকে বঞ্চিত করার চেষ্টা চলছে। দলের তরফে দাবি করা হয়েছে, কেন্দ্রের শাসক দলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই এই এসআইআর চালু করা হয়েছে। এই ইস্যুতে মুখ খুলছেন একাধিক নেতা। তাঁরা বারবার বলছেন, ‘বৈধ ভোটারের নাম বাদ গেলে, আমরা ছেড়ে দেব না।’
তৃণমূলের এক মুখপাত্রের বক্তব্য, “SIR–এর ভয়ে সাধারণ মানুষ আতঙ্কে ভুগছেন, কেউ কেউ মানসিক চাপে আত্মহত্যার পথও বেছে নিচ্ছেন।” সেই কারণেই এই প্রস্তাব আনার ভাবনা। গত কয়েকদিনে এসআইআর আতঙ্কে মৃত্যুর ঘটনা ঘটেছে রাজ্যের একাধিক জায়গায়। সেই বিষয়েও সরব হয়েছে তৃণমূল। সেই পরিবারের সদস্যদের দেখা গিয়েছে মঙ্গলবার তৃণমূলের মিছিলে। আগামী ফেব্রুয়ারি পর্যন্ত চলবে পুরো প্রক্রিয়া। তার মধ্যে যদি তৃণমূল বিধানসভায় প্রস্তাব আনে, তাহলে রাজ্য রাজনীতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় হবে।
এদিকে, এসআইআ-এর বিরোধিতায় তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর ঠাকুরবাড়িতেই অনশন শুরু করেছেন।
