কলকাতা: ফের উত্তপ্ত বাংলাদেশ। পদ্মাপারের দেশে আক্রান্ত হচ্ছেন হিন্দু-সহ সংখ্যালঘুরা। তাঁদের সুরক্ষা সুনিশ্চিত করতে ইউনূস প্রশাসনকে বারবার বার্তা পাঠিয়েছে ভারত। কিন্তু, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তা নিয়ে বিশেষ হেলদোল দেখা যায়নি। এবার টিভি৯ বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বাংলাদেশে হিন্দুদের আক্রান্ত হওয়ার ঘটনা স্বীকার করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের প্রেস সেক্রেটারি শফিকুল ইসলাম। তবে যুক্তিও দিলেন তিনি।
টিভি৯ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে শফিকুল ইসলাম বলেন, “কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে বাংলাদেশে। এটা অস্বীকার করছি না।” তারপরই যুক্তি তুলে ধরে বলেন, “এর অনেকগুলিই ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। অনেক হিন্দু ভাইবোন আওয়ামী লীগকে সমর্থন করেন। এবং অনেকে বিভিন্ন পদে ছিলেন। কিছু কিছু ক্ষেত্রে তাঁদের উপর হামলা হচ্ছে। আমরা এটা প্রতিহত করার চেষ্টা করছি।”
ইউনূসের প্রেস সেক্রেটারি আরও বলেন, “সংখ্যালঘু মানুষ যাতে নিরাপত্তা পান, তার জন্য সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেড় কোটির মতো হিন্দু বসবাস করেন। তাঁদের সঙ্গেই আমাদের বাস।”
বাংলাদেশে হিন্দুদের উপর হামলার ঘটনার কথা স্বীকার করেও শফিকুল আলম তুলে ধরার চেষ্টা করলেন বাংলাদেশে সংখ্যালঘুরা সুরক্ষিত। ঢাকায় বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে আক্রান্ত হয়েছেন বেলঘরিয়ার এক যুবক। তা নিয়ে ইউনূসের প্রেস সেক্রেটারি বলেন, “যদি এমন ঘটে থাকে, তবে আমরা তদন্ত করব। কিন্তু, উনি কোনও অভিযোগ দায়ের করেননি। যা ধরে আমরা তদন্ত করব।”