PM Narendra Modi: তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীকে ফোন প্রধানমন্ত্রীর, স্ট্যালিনের সঙ্গে কী কথা হল মোদীর?
PM Narendra Modi: ঘূর্ণিঝড় ফেইঞ্জলের প্রভাবে তামিলনাড়ুর ক্ষয়ক্ষতি তুলে ধরে গতকাল প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন স্ট্যালিন। কেন্দ্রীয় সাহায্যের আবেদন জানিয়েছেন। এক্স হ্যান্ডলে এদিন তিনি লেখেন, কেন্দ্রীয় সাহায্য চেয়ে চিঠি পাঠানোর কথা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন তিনি।
নয়াদিল্লি: ঘূর্ণিঝড় ফেইঞ্জল এবং ভারী বৃষ্টিতে বিপর্যস্ত তামিলনাড়ু। দক্ষিণ ভারতের এই রাজ্যের পরিস্থিতি নিয়ে খোঁজখবর নিতে মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রে জানা গিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় তামিলনাড়ুকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন মোদী।
প্রধানমন্ত্রী তাঁকে ফোন করেছিলেন জানিয়ে এক্স হ্যান্ডলে স্ট্যালিন লিখেছেন, “প্রধানমন্ত্রী আমাকে ফোন করেছিলেন। ঘূর্ণিঝড় ফেইঞ্জলের প্রভাবে তামিলনাড়ুতে কী ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানতে চান। ঘূর্ণিঝড় ও বৃষ্টিতে বিপর্যস্ততে ত্রাণ দিতে রাজ্য সরকার কী পদক্ষেপ করেছে, তা প্রধানমন্ত্রীকে জানিয়েছি।”
ঘূর্ণিঝড় ফেইঞ্জলের প্রভাবে তামিলনাড়ুর ক্ষয়ক্ষতি তুলে ধরে গতকাল প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন স্ট্যালিন। কেন্দ্রীয় সাহায্যের আবেদন জানিয়েছেন। এক্স হ্যান্ডলে এদিন তিনি লেখেন, কেন্দ্রীয় সাহায্য চেয়ে চিঠি পাঠানোর কথা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন তিনি। এবং ক্ষয়ক্ষতি পর্যালোচনার জন্য কেন্দ্রীয় দল পাঠানোর আবেদন জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী।
ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফান্ড (NDRF) থেকে ২০০০ কোটি টাকা সাহায্যের জন্য প্রধানমন্ত্রীকে আবেদন করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। ঘূর্ণিঝড় ফেইঞ্জলে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও পুনর্বাসনের জন্য এই আর্থিক সাহায্য চান তিনি। এক্স হ্যান্ডলে স্ট্যালিন লেখেন, “আমি নিশ্চিত যে প্রধানমন্ত্রী এই অনুরোধ বিবেচনা করবেন। এবং যথাযথ পদক্ষেপ করবেন।” সূত্রে জানা গিয়েছে, স্ট্যালিনকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন মোদী।
ডিএমকে-র ডেপুটি জেনারেল সেক্রেটারি তথা সাংসদ কানিমোঝি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডিএমকে-র সাংসদের প্রতিনিধি দল দেখা করতে চেয়ে আবেদন করেছে। তাঁরা সশরীরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ঘূর্ণিঝড় ফেইঞ্জলের প্রভাবে রাজ্যে কী ক্ষয়ক্ষতি হয়েছে, তা তুলে ধরতে চান। মঙ্গলবার দিল্লিতে নেই প্রধানমন্ত্রী। খুব শীঘ্রই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় পাবেন বলে আশাবাদী কানিমোঝি। প্রসঙ্গত, উত্তর তামিলনাড়ুর ভিল্লুপুরাম জেলা বন্যায় বিপর্যস্ত। জলের তলায় রাস্তা ও সেতু। ফলে গ্রামগুলি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ফসল।