PM Narendra Modi: হৃদয়স্পর্শী চিঠি প্রধানমন্ত্রীর, খুশিতে চোখের কোণ চিকচিক করে উঠল দিয়ার

PM Narendra Modi: দিয়াকে পাঠানো চিঠিতে প্রধানমন্ত্রী লিখেছেন, "বদোদরায় রোড শো-র সময় আপনার কাছ থেকে অসাধারণ ছবি পেয়ে যে আনন্দ পেয়েছি, তা অবর্ণনীয়।" তাঁর আঁকা স্কেচ দেখে স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সানচেজও মুগ্ধ হয়েছেন বলে চিঠিতে উল্লেখ করেছেন মোদী।

PM Narendra Modi: হৃদয়স্পর্শী চিঠি প্রধানমন্ত্রীর, খুশিতে চোখের কোণ চিকচিক করে উঠল দিয়ার
দিয়া গোসাইকে চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Follow Us:
| Updated on: Dec 03, 2024 | 8:04 PM

নয়াদিল্লি ও বদোদরা: হাজার হাজার মানুষের ভিড়ে তিনিও ছিলেন। হাতে দুটো ছবি। রোড শোর মাঝেই সেই ছবি দেখে থমকেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সানচেজের গাড়ি। ছবি দুটো নেন মোদী ও পেদ্রো। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী তাঁর মাথায় হাত রেখে আশীর্বাদও করেন। এবার প্রধানমন্ত্রীর চিঠি পেলেন গুজরাটের বদোদরার দিয়া গোসাই। আর মোদীর চিঠি পেয়ে আপ্লুত বছর কুড়ির এই তরুণী।

দিয়াকে পাঠানো চিঠিতে প্রধানমন্ত্রী লিখেছেন, “বদোদরায় রোড শো-র সময় আপনার কাছ থেকে অসাধারণ ছবি পেয়ে যে আনন্দ পেয়েছি, তা অবর্ণনীয়।” তাঁর আঁকা স্কেচ দেখে স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সানচেজও মুগ্ধ হয়েছেন বলে চিঠিতে উল্লেখ করেছেন মোদী। বিকশিত ভারত গঠনে যুব সমাজ মুখ্য ভূমিকা পালন করবে বলে চিঠিতে আশাপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।

রোড শো চলাকালীন দিয়া গোসাইয়ের সঙ্গে দেখা করেন নরেন্দ্র মোদী

প্রধানমন্ত্রীর চিঠি পেয়ে যারপরনাই আনন্দিত দিয়া। কথা বলার সময় আনন্দে চোখের কোণ চিকচিক করে উঠল তাঁর। বলেন, “আমি প্রধানমন্ত্রীর চিঠি পড়ে শোনাই বাবা-মাকে। তাঁরা ভীষণ খুশি হন।” দিয়ার বাবা পরেশ গিরি গোসাই বলেন, “আমরা ভীষণ খুশি। মেয়ের জন্য আমরা গর্বিত।” দিয়ার প্রতিবেশীরাও ভীষণ খুশি।

দিয়া গোসাইয়ের সঙ্গে দেখা করেন স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সানচেজ

গত ২৮ অক্টোবর বদোদরায় প্রধানমন্ত্রীর রোড শো এখনও চোখের সামনে ভাসছে দিয়ার। সেদিন রোড শোতে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন স্পেনের প্রেসিডেন্ট। সেই রোড শোতেই নিজের হাতে মোদী এবং পেদ্রোর এঁকে নিয়ে গিয়েছিলেন দিয়া। দিয়ার হাতে ছবি দুটি দেখে গাড়ি থামান প্রধানমন্ত্রী। ছবি দুটি গ্রহণ করেন মোদী ও পেদ্রো। এরপর দিয়ার সঙ্গে দেখা করেন দু’জনে। দিয়া বলেন, “উনি স্কেচ দেখে খুশি হন। আমাকে আশীর্বাদ করেন।”