Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Murder: প্রাতর্ভ্রমণে বেরিয়েছিলেন, বাড়ি ফিরে বাবা-মা-বোনকে দেখে থ যুবক

Murder: জানা গিয়েছে, প্রতিদিনের মতো বুধবার ভোর ৫টা নাগাদ প্রাতর্ভ্রমণে বেরিয়ে যান ওই দম্পতির ছেলে। প্রাতর্ভ্রমণ থেকে ফিরে এসে তিনি দেখেন, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন তাঁর বাবা-মা ও বোন। খবর পেয়েই পৌঁছয় পুলিশ। তারা জানিয়েছে, বাড়ি থেকে কোনও কিছু চুরি যায়নি।

Murder: প্রাতর্ভ্রমণে বেরিয়েছিলেন, বাড়ি ফিরে বাবা-মা-বোনকে দেখে থ যুবক
দম্পতি ও তাঁদের কন্যার রক্তাক্ত দেহ উদ্ধার হয়
Follow Us:
| Updated on: Dec 04, 2024 | 3:00 PM

নয়াদিল্লি: বাড়ি থেকে উদ্ধার হল একই পরিবারের তিনজনের দেহ। তাঁদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে বলে মনে করছে পুলিশ। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিল্লির নেব সরাই এলাকায়। মৃতরা হলেন রাজেশ (৫৩), তাঁর স্ত্রী কোমল(৪৭) এবং ওই দম্পতির কন্যা কবিতা(২৩)। ওই দম্পতির পুত্র প্রাতর্ভ্রমণে বেরিয়ে যাওয়ায় হামলার হাত থেকে রক্ষা পেয়েছেন বলে মনে করছে পুলিশ।

জানা গিয়েছে, প্রতিদিনের মতো বুধবার ভোর ৫টা নাগাদ প্রাতর্ভ্রমণে বেরিয়ে যান ওই দম্পতির ছেলে। প্রাতর্ভ্রমণ থেকে ফিরে এসে তিনি দেখেন, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন তাঁর বাবা-মা ও বোন। খবর পেয়েই পৌঁছয় পুলিশ। তারা জানিয়েছে, বাড়ি থেকে কোনও কিছু চুরি যায়নি। ফলে খুনের উদ্দেশ্যেই আততায়ীরা ওই বাড়িতে ঢুকেছিল বলে মনে করছেন তদন্তকারীরা।

প্রতিবেশীরা জানিয়েছেন, মৃত দম্পতির পুত্রে চিৎকার শুনে তাঁরা ছুটে আসেন। এক প্রতিবেশী বলেন, “আমরা ঘটনাস্থলে পৌঁছনোর পর রাজেশ ও কোমলের ছেলে আমাদের বলেন যে প্রাতর্ভ্রমণের পর ফিরে এসে তিনজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। গোটা ঘর রক্তে ভেসে গিয়েছে।” মৃত দম্পতির ছেলে প্রতিবেশীদের জানান, তাঁর বাবা-মার বিবাহ বার্ষিকী ছিল। তাঁদের শুভেচ্ছা জানিয়ে তিনি প্রাতর্ভ্রমণে বেরিয়েছিলেন।

এই ঘটনায় কেন্দ্রকে তোপ দেগেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী। দিল্লি পুলিশ কেন্দ্রের অধীনস্থ। সেকথা উল্লেখ করে অতিশী বলেন, সাধারণ মানুষকে সুরক্ষা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল কেন্দ্র। কিন্তু, সেই প্রতিশ্রুতি পালন করতে ব্যর্থ তারা। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, “নেব সরাই এলাকায় তিন জনকে খুন করা হয়েছে। দিল্লিতে দিনদুপুরে খুনের ঘটনা ঘটছে। গুলি চলছে। প্রকাশ্যে মাদক বিক্রি হচ্ছে। এর একমাত্র দায় কেন্দ্রীয় সরকারের। নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ তারা।” দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালও কেন্দ্রকে আক্রমণ করেছেন।