Kolkata Metro: দমদমে সিগন্যাল বিভ্রাট! ফের লেটে চলছে একের পর মেট্রো
Kolkata Metro Problem: ক্ষোভ উগরে দিচ্ছেন যাত্রীরাও। এক যাত্রী বলছেন, “শুনলাম দমদমে সিগন্যালে সমস্যা রয়েছে। আমি এসপ্ল্যানেড থেকে উঠেছিলাম। তখনই বলল শহিদ ক্ষুদিরাম থেকে গিরীশ পার্ক অবধি চলবে। আমার তো গিরীশ পার্ক আসতেই ২০ থেকে ৩৫ মিনিট লেগে গেল। পরশু দিনও সমস্যা হয়েছে।”

কলকাতা: ফের মেট্রো বিভ্রাট। দমদমে সিগন্যালে সমস্যা। যার জেরে বিপর্যস্ত মেট্রো চলাচল। চরম দুর্ভোগ যাত্রীদের। গিরীশ পার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ। দুপুর ১২টা ৫৫ মিনিট থেকে বন্ধ মেট্রো চলাচল। ঘটনার পর এক ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও স্বাভাবিক হয়নি মেট্রো চলাচল। বর্তমানে ক্ষুদিরাম থেকে গিরীশ পার্ক পর্যন্ত চলছে মেট্রো। তবে যে মেট্রোগুলি চলছে সেগুলিও ধীর গতিতে চলছে বলে দাবি বড় অংশের যাত্রীদের।
ক্ষোভ উগরে দিচ্ছেন যাত্রীরাও। এক যাত্রী বলছেন, “শুনলাম দমদমে সিগন্যালে সমস্যা রয়েছে। আমি এসপ্ল্যানেড থেকে উঠেছিলাম। তখনই বলল শহিদ ক্ষুদিরাম থেকে গিরীশ পার্ক অবধি চলবে। আমার তো গিরীশ পার্ক আসতেই ২০ থেকে ৩৫ মিনিট লেগে গেল। পরশু দিনও সমস্যা হয়েছে।” আর এক যাত্রী বলছেন, “আমি তো নেতাজী থেকে এলাম। মেট্রো প্রায় ৪৫ মিনিটের কাছাকাছি লেট। গিরীশ পার্ক আসতে এক ঘণ্টা লেগে গেল।”
বেলগাছিয়াতেও আটকে মেট্রো। প্রায় ২০-২৫ মিনিট দাঁড়িয়ে রইল দমদমমুখী মেট্রো। প্রায় প্রতি সিগন্যালেই বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে যাচ্ছে মেট্রো। তেমনটাই বলছেন যাত্রীরা। আর এক যাত্রী বলছেন, “আমার তো আধ ঘণ্টা লেট হয়ে গেল। একটা মিটিং ছিল। তাতেও লেট হয়ে গেল।” এদিকে সাম্প্রতিককালে লাগাতার ব্লু লাইনে দেখা গিয়েছে মেট্রো বিভ্রাট। পুজোর আগেও দেখা গিয়েছিল একই ছবি। পুজোর পরেও ছবির বিশেষ বদল হয়নি। কেন বার বার একই সমস্যা হচ্ছে সেই প্রশ্ন জোরালভাবে তুলছেন যাত্রীরা। তবে মেট্রো যদিও বলছে কাজ চলছে। দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে।
