কলকাতা: লোকসভা ভোটের প্রচারে বঙ্গে ফের আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোটের প্রচারে অন্তত ১৫ টি সভা করবেন তিনি। রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। তিনিও প্রায় চোদ্দ থেকে পনেরোটি সভা করবেন বলে বিজেপি সূত্রে খবর।
কলকাতার শহিদ মিনার ময়দানে সভা হওয়ার কথা রয়েছে। কে করবেন, ক’টি সভা করবেন এখনও স্থির হয়নি। মোদী বা শাহ শহিদ মিনারে সভা করতে পারেন। অপরদিকে, জানতে পারা গিয়েছে উত্তরবঙ্গে পাঁচ থেকে ছ’টি সভা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার ভোট প্রচারে এ রাজ্যে অন্তত ৫ থেকে ৭ টি করে সভা করবেন বলেই খবর।
এছাড়াও বিজেপির তারকা প্রচারক তালিকায় থাকা রাজনাথ সিং, স্মৃতি ইরানি,মানিক সাহারা প্রচারে বঙ্গের দলীয় প্রার্থীদের সমর্থনে সভা, রোড শো করবেন বলেই বিজেপি সূত্রে খবর। এ দিকে, এখনও পর্যন্ত দু’টি কেন্দ্রের নাম ঘোষণা করেনি বিজেপি। তার মধ্যে অন্যতম নজরকাড়া কেন্দ্র হল ডায়মন্ডহারবার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে লড়বেন কে তার নাম ঘোষণা এখনও করা হয়নি। তবে বিজেপি শিবিরের দাবি, প্রার্থীদের নাম নিয়ে কোথাও কোথাও একটা সমস্যা রয়েছে। মতান্তর হচ্ছে। সেই কারণেই দু’একদিন দেরি হচ্ছে। খুব শীঘ্রই নাম ঘোষণা করা হবে।