যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গাঁটছড়া বেঁধে শহরবাসীকে বিপর্যয় মোকাবিলার টিপস দেবে NDRF

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি রেডিওর সঙ্গে যৌথভাবে নাগরিক সমাজে সচেতনতার বার্তা পৌঁছে দিতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গাঁটছড়া বেঁধে শহরবাসীকে বিপর্যয় মোকাবিলার টিপস দেবে NDRF
বিপর্যয় মোকাবিলার টিপস দিতে যাদবপুরের হাত ধরছে NDRF
Follow Us:
| Edited By: | Updated on: Aug 27, 2021 | 9:53 PM

কলকাতা: ভারতীয় স্বাধীনতার ৭৫ বর্ষ উদযাপন করতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধল জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। ‘আজ়াদি কা অমৃত মহোৎসব’ শীর্ষক এই উৎসবে গা ভাসিয়ে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর দ্বিতীয় ব্যাটালিয়নের পক্ষ থেকে। এই উপলক্ষে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি রেডিওর সঙ্গে যৌথভাবে নাগরিক সমাজে সচেতনতার বার্তা পৌঁছে দিতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রেডিও ফ্রিকুয়েন্সির ঠিকানা ৯০.৮-এ আগামী এক বছর ধরে সপ্তাহে দু’দিন বাংলায় একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৫ মিনিট ব্যাপী এই অনুষ্ঠান ২০২২ সালের অগস্ট মাস পর্যন্ত চলবে। শোনা যাবে প্রতি বুধ ও শুক্রবার দুপুর ১২ টায়। ১৫ মিনিটের এই অনুষ্ঠানে আপাতকালীন পরিস্থিতি মোকাবিলা করার টিপস জনগণের সঙ্গে ভাগ করে নেবেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা।

ভারতের বিপর্যয় মোকাবিলা বাহিনীই হল গোটা বিশ্বের বৃহত্তম বাহিনী যাকে যে কোনও ধরনের আপাতকালীন পরিস্থিতির মুখে ঠেলে দেওয়া হয় দুর্গতদের উদ্ধার করার জন্য। বন্যায় গ্রাম-শহর ডুবে যাক, ভূমিকম্পে বাড়ি-ঘর ভেঙে যাক, বা ধস নেমে সাধারণ মানুষ আটকে পড়ুন; সব ধরনের জরুরি পরিস্থিতির জন্য বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে তৈরি করা হয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যদের। যে কোনও বিপর্যয়ের সময়ই এই বাহিনী সর্বদা প্রমাণ দিয়ে তাদের দক্ষতার। সেই অভিজ্ঞতার গল্প এবং পরামর্শ শুনে কলকাতাবাসীও যে এ বার লাভবান হবেন তা বলাই যায়। আরও পড়ুন: কত কম সময়ের মধ্যে ছড়িয়ে পড়ছে ডেল্টা ভ্যারিয়েন্ট? জানাল নতুন গবেষণা