Local Train: বাড়ছে লোকাল ট্রেনের সংখ্যা, বাড়ছে গতিও, সময়ের বদল এক্সপ্রেসে, বছর শেষের আগেই বাংলাকে বড় উপহার রেলের

Indian Railway: নববর্ষের উপহার পাচ্ছেন নদিয়ার বাসিন্দারা। আগামী ১ জানুয়ারি থেকে কৃষ্ণনগর থেকে রানাঘাট নতুন লোকাল ট্রেন চালু হতে যাচ্ছে। বেশ কয়েক সপ্তাহ ধরে ছুটি স্পেশাল হিসাবে এই ট্রেনটি চালানো হচ্ছিল। তবে তা বিশেষ দিন উপলক্ষে।

Local Train: বাড়ছে লোকাল ট্রেনের সংখ্যা, বাড়ছে গতিও, সময়ের বদল এক্সপ্রেসে, বছর শেষের আগেই বাংলাকে বড় উপহার রেলের
ট্রেনের ছবিImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Dec 31, 2024 | 6:56 PM

কলকাতা: নতুন বছরে বাংলার জন্য সুখবর রেল। নতুন লোকাল ট্রেন পাচ্ছে এ রাজ্য। ১ জানুয়ারি থেকে একাধিক দূরপাল্লার ট্রেনের বাড়ছে গতিবেগ। লোকাল ট্রেন পাচ্ছে নদিয়া। এছাড়াও সিঙুর লোকালের যাত্রাপথ হল বর্ধিত।

নববর্ষের উপহার পাচ্ছেন নদিয়ার বাসিন্দারা। আগামী ১ জানুয়ারি থেকে কৃষ্ণনগর থেকে রানাঘাট নতুন লোকাল ট্রেন চালু হতে যাচ্ছে। বেশ কয়েক সপ্তাহ ধরে ছুটি স্পেশাল হিসাবে এই ট্রেনটি চালানো হচ্ছিল। তবে তা বিশেষ দিন উপলক্ষে। এবার এই ট্রেনটিকে নিয়মিত ভিত্তিক করে দেওয়া হল। মূলত যাত্রীদের দাবি মেনেই এই সিদ্ধান্ত। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে বিষয়টি জানালেন পূর্ব রেলের প্রিন্সিপাল চিফ কমার্শিয়াল ম্যানেজার উদয় ঝা। একইসঙ্গে, হাওড়া থেকে সিঙুর পর্যন্ত যাতায়াতকারী দু’টি লোকাল ট্রেনের যাত্রাপথ বর্ধিত করা হল।

রেল সূত্রে খবর, হাওড়া থেকে ওই দু’টি লোকাল এখন থেকে আর সিঙুর পর্যন্ত যাবে না। একটি লোকাল হরিপাল পর্যন্ত এবং অন্যটি তারকেশ্বর পর্যন্ত বর্ধিত করা হলো। সাংবাদিক বৈঠকে ওই রেলকর্তা দাবি করেছেন, হরিপাল এবং তারকেশ্বর শাখায় যাত্রীসংখ্যা অনেক বাড়ছে। চাহিদাও বাড়ছে।। সেকারণেই এই সিদ্ধান্ত নেওয়া হল। এছাড়াও ৪২টি গুরুত্বপূর্ণ এক্সপ্রেস ট্রেনের মূল স্টেশন থেকে ছাড়ার সময় বদলে দেওয়া হল।

এই ট্রেনগুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ দার্জিলিং মেল, শিয়ালদহ মালদা টাউন গৌড় এক্সপ্রেস, হাওড়া-রামপুরহাট এক্সপ্রেস, বিকানির-শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস, হাওড়া-ডিব্রুগড় এক্সপ্রেস, হাওড়া-ছত্রপতি শিবাজী মেন টার্মিনাস এক্সপ্রেস, হাওড়া-বালুরঘাট এক্সপ্রেস মত গুরুত্বপূর্ণ ট্রেনগুলি আগামীকাল থেকে নতুন সময় ছাড়বে। এছাড়াও, ৭২টি এক্সপ্রেস বা দূরপাল্লার ট্রেনের গতি বাড়িয়ে দেওয়া হল। গন্তব্যস্থলে পৌঁছনোর ক্ষেত্রে এতদিন পর্যন্ত যে সময় লাগতো, তার থেকে ওই ৭২টি এক্সপ্রেস ট্রেনের ৫ মিনিট থেকে ৫৫ মিনিট সময় কম লাগবে। অর্থাৎ ঘণ্টা প্রতি গতিবেগ বাড়ল তালিকাভুক্ত ট্রেনগুলির।

৮টি লোকাল ট্রেনেরও গতিবেগ বাড়ানো হয়েছে। গন্তব্যস্থলে পৌঁছানোর ক্ষেত্রে এতদিন পর্যন্ত যে সময় লাগতো, তার থেকে ওই লোকাল ট্রেনগুলির ৬ মিনিট থেকে ২০ মিনিট সময় কম লাগবে। এছাড়াও ৮৬টি লোকাল ট্রেন, ৪৪টি ডেমু প্যাসেঞ্জার ট্রেন এবং ১৪৬টি মেমু প্যাসেঞ্জার ট্রেন নতুন নম্বর নিয়ে ১ জানুয়ারি থেকে যাতায়াত শুরু করছে।