Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dhupguri: প্রথমবার রাজভবনে শপথ অনুষ্ঠান, শপথ নিলেন ধূপগুড়ির বিধায়ক

Dhupguri: রাজ্যপালকে এদিন রাজবংশী গামছা উপহার দেন বিধায়ক নির্মলচন্দ্র রায়। রাজ্যপালও উপহার দেন তৃণমূল বিধায়ককে।

Dhupguri: প্রথমবার রাজভবনে শপথ অনুষ্ঠান, শপথ নিলেন ধূপগুড়ির বিধায়ক
শপথবাক্য পাঠ করলেন নির্মলচন্দ্র রায়। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 30, 2023 | 4:57 PM

কলকাতা: বহু টানাপোড়েন শেষে শপথ নিলেন জলপাইগুড়ির ধূপগুড়ির নবনির্বাচিত বিধায়ক। শনিবার রাজভবনে শপথবাক্য পাঠ করলেন বিধায়ক নির্মলচন্দ্র রায়। স্বাধীনতার পর এই প্রথমবার রাজভবনে কোনও বিধায়কের শপথ পাঠ হল। তৃণমূল বিধায়কের শপথ-অনুষ্ঠানে নেই বিধানসভার অধ্যক্ষ, পরিষদীয় মন্ত্রী। ভোটে জেতার ২২ দিন পর শপথ গ্রহণ করলেন নির্মলচন্দ্র রায়। এদিন বিধায়ক তাপস রায় নির্মলচন্দ্র রায়কে রাজভবনে নিয়ে আসেন।

এদিন ইংরাজিতে শপথবাক্য পাঠ করেন ধূপগুড়ির অধ্যাপক-বিধায়ক নির্মলচন্দ্র রায়। রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁকে শপথবাক্য পাঠ করান। তাঁর শপথ অনুষ্ঠানে ছিলেন স্ত্রী ও দুই কন্যা। গত ৮ সেপ্টেম্বর ধূপগুড়ি উপভোটের ফল ঘোষণা হয়। ৩০ তারিখ শপথ নিলেন বিধায়ক। এই শপথ নিয়ে প্রথম থেকেই শুরু হয় টানাপোড়েন। এর আগে গত শনিবার ২৩ তারিখ বিধায়কের শপথপাঠের কথা ছিল রাজভবনে।

যদিও রাজভবনের চিঠি তাঁর হাতে পৌঁছয় ২৫ তারিখ। সেই শপথ হয়নি। এরপর পরিষদীয় মন্ত্রী চিঠি লেখেন রাজভবনে। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যপাল বোসকে সে চিঠি লেখেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। দিনের পর দিন বিধায়ক শপথ না নেওয়ায় ধূপগুড়ির মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এরপরই তিনি শোভনদেবকে চিঠি লেখার কথা বলেন। সেই চিঠিচাপাটি চলে চলতি সপ্তাহজুড়ে। অবশেষে সেই শনিবারই শপথবাক্য পাঠ করলেন নির্মলচন্দ্র রায়। রাজ্যপালকে এদিন রাজবংশী গামছা উপহার দেন বিধায়ক।