Kolkata Waterlogged: কেউ ম্যাটাডোরে, কারও ভরসা তিনচাকা ভ্যান, অফিসযাত্রীদের চরম দুর্ভোগ, দেখুন সেই ছবি
Heavy Rain in Kolkata: সেক্টর ফাইভের একটি গাড়ি সারাইয়ের গ্যারাজে দেখা গেল লম্বা লাইন। জল ঢুকে খারাপ হয়ে গিয়েছে অধিকাংশ অফিস যাত্রীর বাইক ও স্কুটি। এক মহিলা জানালেন, তিনি ভোর সাড়ে ৫ টা থেকে ওই গ্যারাজেই দাঁড়িয়ে আছেন। কতক্ষণে বাইক স্টার্ট নেবে সেটাই বুঝতে পারছেন না।

সৌরভ দত্ত ও সিজার মণ্ডলের রিপোর্ট
সোমবার সারারাত প্রবল বৃষ্টি। মঙ্গলবার সকালে চোখ খুলতেই দেখা গেল বেনজির ছবি। মাত্র ৫ ঘণ্টার বৃষ্টিতেই ডুবেছে গোটা শহর। কলকাতায় জল জমার ছবি নতুন নয়, তবে মঙ্গলবার সকালে যে ছবি দেখা গিয়েছে, তা সাম্প্রতিক অতীতে দেখা গিয়েছে বলে মনে করতে পারছেন না অনেকেই। আর এদিন সকালে যাঁরা রাস্তায় বেরিয়েছেন, তাঁরা চরম দুর্ভোগের শিকার।

একদিকে রেল পরিষেবা ব্যহত, অন্যদিকে মেট্রো পরিষেবাতেও দুর্ভোগ। তারপরও যাঁরা এদিন সকাল সকাল বিধাননগর বা অন্য স্টেশনে পৌঁছে গিয়েছেন, তাঁদের অফিসে পৌঁছতে গিয়ে চরম দুর্ভোগের শিকার হতে হয়েছে।

বিধাননগরে দেখা গেল নজিরবিহীন ছবি। সবজি নিয়ে যাওয়ার যে তিনচাকা ভ্যান, তাতে চেপেই অফিসে যাচ্ছেন যাত্রীরা। মাত্র ২০০-৩০০ মিটার রাস্তা পার করতেই ওই ভ্যান নিচ্ছে ৫০ টাকা করে। জমা জলে রয়েছে প্রাণের ঝুঁকিও।

শুধু তাই নয়, করুণাময়ীতে জল এত বেশি যে বাসের দেখা প্রায় নেই বললেই চলে। চলছে না অটোও জল পেরিয়ে ম্যাটাডোর ভাড়া করে যেতে দেখা গেল যাত্রীদের।

এবার আসি বাইক আরোহীদের কথায়। সেক্টর ফাইভের একটি গাড়ি সারাইয়ের গ্যারাজে দেখা গেল লম্বা লাইন। জল ঢুকে খারাপ হয়ে গিয়েছে অধিকাংশ অফিস যাত্রীর বাইক ও স্কুটি। এক মহিলা জানালেন, তিনি ভোর সাড়ে ৫ টা থেকে ওই গ্যারাজেই দাঁড়িয়ে আছেন। কতক্ষণে বাইক স্টার্ট নেবে সেটাই বুঝতে পারছেন না।

তৎপরতার সঙ্গে জল সরানোর কাজ চলছে বলে জানিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তবে অন্তত ১৫ ঘণ্টা লাগবে পরিস্থিতি স্বাভাবিক হতে।

