Dengue Death: শীতের মধ্যেও মশার কামড় অব্যাহত, মেডিক্যালে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু নার্সিং পড়ুয়ার
Dengue Death in Kolkata: হাসপাতাল সূত্রে খবর, মৃতের নাম ফারহানা বেগম (২১)। তিনি তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। জ্বর নিয়ে বুধবার থেকে ন্যাশানাল মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে তাঁর ডেঙ্গি রিপোর্ট পজ়েটিভ আসে। শারীরিক অবস্থার অবনতি ফারহানাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়।
কলকাতা: বর্ষাকালে ডেঙ্গির উৎপাতে কার্যত আতঙ্কে ভুগছিলেন রাজ্যবাসী। একের পর এক মৃত্যুর খবর সামনে আসছিল। তবে শীত পড়লেও মশার দাপট যেন কমছেই না। ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হল এক যুবতীর। মৃতের নাম ফারহানা বেগম (২১)। ন্যাশনাল মেডিক্যাল কলেজে মৃত্যু হয়েছে তাঁর।
হাসপাতাল সূত্রে খবর, মৃতের নাম ফারহানা বেগম (২১)। তিনি তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। জ্বর নিয়ে বুধবার থেকে ন্যাশানাল মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে তাঁর ডেঙ্গি রিপোর্ট পজ়েটিভ আসে। শারীরিক অবস্থার অবনতি ফারহানাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। শুক্রবার গভীর রাতে একাধিক অঙ্গ বিকলের জেরে মৃত্যু হয় তরুণীর।
জানা গিয়েছে, ফারহানা পার্ক সার্কাসের আলিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নার্সিং বিভাগের পড়ুয়া ছিলেন। পার্ক সার্কাস এলাকাতেই হোস্টেলে থাকতেন তিনি। বস্তুত, চলতি মরসুমে কলকাতা-সহ রাজ্যের একাধিক এলাকায় ডেঙ্গির প্রকোপ ছিল চোখে পড়ার মতো। মশাবাহিত এই রোগে নাজেহাল হতে হচ্ছিল বঙ্গবাসীকে। কোনও জেলায় আক্রান্তের সংখ্যা তড়তড়িয়ে বেড়েছিল, কোনও কোনও জেলায় ততধিক না বাড়লেও মশার দাপট কমছিল বলা যাবে না। মশার উৎপাত ঠেকাতে সরকারের তরফে একাধিক নির্দেশিকা জারি করা হয়েছিল। বিশেষজ্ঞরা মনে করছিলেন হয়ত বর্ষা বিদায় নিলে ডেঙ্গির চোখ রাঙানি কমে যাবে। তবে এডিস মশা যে এত তাড়াতাড়ি পিছু ছাড়ার পাত্র নয় তা আরও একবার বুঝিয়ে দিল ফারহানার মৃত্যু।