TET 2023: কীভাবে পরিচালনা হচ্ছে টেট, পর্ষদের লাগানো বিগ স্ক্রিনে দেখুন…

TET 2023: আজ সকাল থেকেই পর্ষদের কন্ট্রোলের রুমে উত্তেজনা তুঙ্গে। কন্ট্রোল রুমে রয়েছে বড় স্ক্রিন। প্রচুর কর্মী উপস্থিত রয়েছেন। এরা সকলেই প্রায় প্রতিটি জেলা ধরে ধরে মনিটারিং করছেন। বিগ স্ক্রিনে প্রতিটি পরীক্ষা কেন্দ্রের বাইরে কী ঘটছে তা দেখা যাচ্ছে। এর পাশাপাশি পরীক্ষা কেন্দ্রে কী কাজ কর্ম চলছে তাও দেখা যাচ্ছে।

Follow Us:
| Edited By: | Updated on: Dec 24, 2023 | 12:20 PM

কলকাতা: আজ টেট পরীক্ষা (TET Exam)। দুপুর ১২টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে আড়াইটে পর্যন্ত। তিন লক্ষের বেশি পরীক্ষার্থী এ দিন বসতে চলেছেন পরীক্ষায়। ২২ টি জেলার জন্য পৃথক হেল্পলাইন নম্বর থাকছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে থাকছে হাইটেক কন্ট্রোল রুম। কীভাবে পরিচালনা করা হচ্ছে কন্ট্রোল রুম থেকে পরীক্ষা ? টিভি ৯ বাংলায় ধরা পড়ল সেই ছবি।

আজ সকাল থেকেই পর্ষদের কন্ট্রোলের রুমে উত্তেজনা তুঙ্গে। কন্ট্রোল রুমে রয়েছে বড় স্ক্রিন। প্রচুর কর্মী উপস্থিত রয়েছেন। এরা সকলেই প্রায় প্রতিটি জেলা ধরে ধরে মনিটারিং করছেন। বিগ স্ক্রিনে প্রতিটি পরীক্ষা কেন্দ্রের বাইরে কী ঘটছে তা দেখা যাচ্ছে। এর পাশাপাশি পরীক্ষা কেন্দ্রে কী কাজ কর্ম চলছে তাও দেখা যাচ্ছে। এমনকী, কতজন পরীক্ষা দিতে যাচ্ছেন, পরীক্ষার্থীরা সঙ্গে কিছু নিয়ে যাচ্ছে কি না, তাঁরা সই করে ঢুকছেন কি না, তার সিসিটিভি ফুটেজ ধরা পড়ছে এই বিগ স্ক্রিনে। এক কথায় বলা চলে, উচ্চ-মানের প্রযুক্তিকে কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষা পর্যদ দ্বিতীয় বার এই টেট নিচ্ছে। গতবারও নির্বিঘ্নে পরীক্ষা হয়েছিল। এবারও কোনও ঝঞ্ঝাট ছাড়াই পরীক্ষা সামলানো চ্যালেঞ্জ পর্ষদের কাছে।

প্রসঙ্গত, ২০২২ সালে প্রাথমিকের টেট (TET) হয়েছিল ১১ ডিসেম্বর। এক বছর পর আজ রবিবার ২৩ ডিসেম্বর আরও একটা টেট নিচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। গতবারের তুলনায় এবার অর্ধেক আবেদনপত্র জমা পড়েছে বলে পর্ষদ সূত্রে খবর। ২০২২-এর টেটে অবশ্য দুর্নীতির কোনও অভিযোগ ছিল না। ২০২৩-এর টেটও নির্বিঘ্নে করাই চ্যালেঞ্জ প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে। এ বছর ৩ লক্ষ ৯ হাজার ৫৪ জন টেট দিচ্ছেন। মোট পরীক্ষা কেন্দ্র ৭৭৩টি। কলকাতা শহরে পরীক্ষা কেন্দ্র থাকছে ৫টি।