Telanga Bagan Accident: রাস্তা পেরনোর সময় বাসের ধাক্কা মহিলাকে, তেলেঙ্গা বাগানে ভয়াবহ দুর্ঘটনা

Telanga Bagan Accident: মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ তেলেঙ্গাবাগান এলাকায় বাসস্ট্যান্ডের সামনের এল ২৩৮ এর বাস রেষারেষি করছিল। সেই সময় এক মহিলা বাজার করতে যাওয়ার সময় রাস্তা পেরচ্ছিলেন। তখনই এল ২৩৮ (L 238) এর বাসটি বেপরোয়া গতিতে সামনে চলে আসে। ধাক্কা মারে ওই মহিলাকে।

Telanga Bagan Accident: রাস্তা পেরনোর সময় বাসের ধাক্কা মহিলাকে, তেলেঙ্গা বাগানে ভয়াবহ দুর্ঘটনা
ভয়াবহ পথ দুর্ঘটনাImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Updated on: Dec 31, 2024 | 1:48 PM

সায়ন্ত ভট্টাচার্য ও রঞ্জিত ধরের রিপোর্ট

কলকাতা: বছর শেষে বড় দুর্ঘটনা কলকাতায়। রাস্তা পেরনোর সময় মহিলাকে ধাক্কা বারাসত-হাওড়া রুটের  বাসের। ঘটনায় তুমুল উত্তেজনা এলাকায়। বাস ভাঙচুর। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গাবাগান এলাকায়। এই ঘটনায় ব্যাপক যানজট বিধাননগর এলাকায়।

মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ তেলেঙ্গাবাগান এলাকায় বাসস্ট্যান্ডের সামনের এল ২৩৮ এর বাস রেষারেষি করছিল। সেই সময় এক মহিলা বাজার করতে যাওয়ার সময় রাস্তা পেরচ্ছিলেন। তখনই এল ২৩৮ (L 238) এর বাসটি বেপরোয়া গতিতে সামনে চলে আসে। ধাক্কা মারে ওই মহিলাকে। এরপর তাঁকে উদ্ধার করে আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন তিনি।

এরপরই উত্তেজনা ছড়ায় এলাকায়। উত্তেজিত জনতা বাস ভাঙচুর করেন। তাঁদের বক্তব্য, এই এলাকা এমনিতেই যানজট পূর্ণ। মাঝে মধ্য়েই বিধাননগরের এই এলাকায় দুর্ঘটনা ঘটে। কখনও বাস থেকে যাত্রী নামানোকে কেন্দ্র করে বচসা হয়। কখনও বা দুই বাসের রেষারেষি চলে। পুলিশ-প্রশাসনের দিকে আঙুল তুলেছেন তাঁরা। এলাকার বিধায়ক সুপ্তি পাণ্ডে পৌঁছেছেন ঘটনাস্থলে। তিনি বলেন, “ট্রাফিক নিয়ম না মেনে রাস্তা পার হলে জরিমানা করা উচিত। মানুষের মধ্যে সচেতনতা কম। শিক্ষিত লোকজনও এমন করেন।” স্থানীয় এক বাসিন্দা বলেন, “রেষারেষি তো হয়ই। সামনেই উল্টোডাঙা স্টেশন। কত তাড়াতাড়ি লোকজন তুলবে সেই একটা ব্যাপার তো আছেই। এখানে উল্টো দিকেই বাজার রয়েছে। ওই কারণে প্রচুর মানুষ আসেন। রাস্তা পারাপার করেন। একটু তো নজর দেওয়া উচিত।”