Chinmoy Krishna Das: হঠাৎ চিন্ময় কৃষ্ণের আইনজীবীর ফোন গেল কুণালের কাছে, বারসতে ডাকা হল মিটিং, কী নিয়ে আলোচনা?
Chinmoy Krishna Das: তবে এই বৈঠক রাজনৈতিক ভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনীতিকরা। ২০২৬-এ বিধানসভার ভোট। বিজেপি বাংলাদেশ ইস্যুকে হাতিয়ার করে ইতিমধ্যেই নেমে পড়েছে ময়দানে। সেদেশে সংখ্যালঘু নিধনকে হাতিয়ার করে রাজনীতির ময়দানে নেমে পড়েছে পদ্ম-শিবির।
কলকাতা: চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষের সঙ্গে বৈঠক তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। মঙ্গলবার বারাসতে রবীন্দ্র ঘোষের ছেলের বাড়িতে বৈঠক হওয়ার কথা রয়েছে কুণালের। এই প্রথম কোনও রাজ্য তৃণমূল সাধারণ সম্পাদকের সঙ্গে হচ্ছে বৈঠক।
তৃণমূল সূত্রে খবর, শুক্রবার কুণাল ঘোষকে নিজে ফোন করেছিলেন রবীন্দ্রবাবু। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সাম্প্রতিক বাংলাদেশ ইস্যু, সেখানকার সংখ্যালঘুদের উপর আক্রমণ, চিন্ময়কৃষ্ণের গ্রেফতারি নিয়ে রবীন্দ্র ঘোষের সঙ্গে কথা আলোচনার কথা কুণালের। সামগ্রিকভাবে হাঁটুর ব্যথার কারণে কুণাল ঘোষের অফিসে তিনি যেতে পারেননি। তার বদলে তৃণমূল নেতাকে ডেকে পাঠিয়েছেন ছেলের বাড়িতে।
তবে এই বৈঠক রাজনৈতিক ভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনীতিকরা। ২০২৬-এ বিধানসভার ভোট। বিজেপি বাংলাদেশ ইস্যুকে হাতিয়ার করে ইতিমধ্যেই নেমে পড়েছে ময়দানে। সেদেশে সংখ্যালঘু নিধনকে হাতিয়ার করে রাজনীতির ময়দানে নেমে পড়েছে পদ্ম-শিবির। সেখানে চিন্ময়ের আইনজীবীর সঙ্গে তৃণমূলের প্রথম সারির নেতার এই বৈঠক যে গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না।