AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee: মাত্র এতটুকু সম্পত্তি! দেশের ‘দরিদ্রতম’ মুখ্যমন্ত্রী মমতা, ৯০০ কোটির মালিক কে জানেন

Mamata Banerjee: ৩১ জন মুখ্যমন্ত্রীর মধ্য়ে ১৩ জনের বিরুদ্ধে অপরাধের মামলা রয়েছে। ১০ জনের বিরুদ্ধে রয়েছে গুরুতর মামলা। রয়েছে খুন, অপহরণ, ঘুষ নেওয়ার মতো মামলা।

Mamata Banerjee: মাত্র এতটুকু সম্পত্তি! দেশের 'দরিদ্রতম' মুখ্যমন্ত্রী মমতা, ৯০০ কোটির মালিক কে জানেন
মমতা বন্দ্যোপাধ্য়ায়Image Credit: Facebook
| Updated on: Dec 31, 2024 | 10:49 AM
Share

কলকাতা: দেশের প্রায় প্রত্যেক মুখ্যমন্ত্রীই কোটিপতি। কারও কারও সম্পত্তি কয়েক’শ কোটি। তবে সেই তালিকা থেকে কয়েক যোজন দূরে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সম্পত্তির পরিমাণ মাত্র ১৫ লক্ষ। দেশের দরিদ্রতম মুখ্যমন্ত্রী হিসেবে উঠে এসেছে তাঁর নাম। এডিআর ও ন্যাশনাল ইলেকশন ওয়াচ-এর সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে।

শুধু মমতা নন, কোটি টাকার সম্পত্তি নেই এমন আর এক মুখ্যমন্ত্রীর নাম ওমর আব্দুল্লা। তাঁর কাছে রয়েছে ৫৫ লক্ষের সম্পত্তি। তিনি এই তালিকায় রয়েছেন মমতার ঠিক পরেই। আর তৃতীয় দরিদ্রতম মুখ্যমন্ত্রী হলেন কেরলের পিনারাই বিজয়ন। তাঁর সম্পত্তির পরিমাণ ১.১৮ কোটি টাকা।

দেশের ধনীতম মুখ্যমন্ত্রী হলেন অন্ধ্র প্রদেশের চন্দ্রবাবু নাইডু। তাঁর মোট সম্পত্তি ৯৩১ কোটি। দেশের দ্বিতীয় ধনী মুখ্যম,ন্ত্রী ৩৩২ কোটি টাকার মালিক অরুণাচল প্রদেশের প্রেমা খান্ডু। তিনিই আবার দেশের সবথেকে ঋণগ্রস্ত মুখ্যমন্ত্রী। তাঁর মোট ঋণের পরিমাণ ১৮০ কোটি টাকা।

এছাড়া ৩১ জন মুখ্যমন্ত্রীর মধ্য়ে ১৩ জনের বিরুদ্ধে অপরাধের মামলা রয়েছে। ১০ জনের বিরুদ্ধে রয়েছে গুরুতর মামলা। রয়েছে খুন, অপহরণ, ঘুষ নেওয়ার মতো মামলা।

তেলেঙ্গনার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির বিরুদ্ধে রয়েছে ৬৩টি মামলা। এর মধ্যে অপরাধমূলক কাজের মামলা ৩৪টি। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন। তাঁর বিরুদ্ধে রয়েছে মোট ৪৭টি মামলা, এর মধ্যে অপরাধের মামলা প্রায় ১১টি।