AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পার্শ্ব শিক্ষকদের নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার, রণক্ষেত্র সুবোধ মল্লিক স্কোয়ার

বেতন কাঠামো চালু-সহ একাধিক দাবি তুলে এই কর্মসূচির ডাক দিয়েছিলেন পার্শ্ব শিক্ষকরা।

পার্শ্ব শিক্ষকদের নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার, রণক্ষেত্র সুবোধ মল্লিক স্কোয়ার
নিজস্ব চিত্র।
| Updated on: Feb 05, 2021 | 3:30 PM
Share

কলকাতা: পার্শ্ব শিক্ষকদের নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার। রণক্ষেত্রের আকার নিয়েছে সুবোধ মল্লিক স্কোয়ার। ইতিমধ্যেই বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে অসুস্থও হয়ে পড়েন বেশ কয়েকজন। শুক্রবার বেতন কাঠামো চালু-সহ একাধিক দাবি তুলে নবান্ন অভিযানের ডাক দেয় পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ। মিছিল শুরু হতেই কড়া অবস্থান নেয় পুলিশ। কর্মসূচির শুরুতেই মিছিল আটকানোর অভিযোগ ওঠে। এরপরই অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি।

দুপুর ১২টায় পার্শ্ব শিক্ষকদের নবান্ন অভিযানের কথা ছিল। অভিযোগ, শুরুতেই বাধা পান তাঁরা। এরপরই অবস্থান বিক্ষোভ শুরু করেন সুবোধ মল্লিক স্কোয়ারে। গোলমালের সূচনা দুপুর আড়াইটে নাগাদ, যখন পার্শ্বশিক্ষকরা পুলিশের ব্যারিকেড সরিয়ে বিধানসভার দিকে এগোতে চান। পুলিশ তাদের বাধা দেয় বলে অভিযোগ। এরপরই দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়।

আরও পড়ুন: ৯ থেকে ১০ দফার ভোটের দাবিতে কমিশনের দ্বারস্থ বিজেপি

ক্রমেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। আন্দোলনকারীদের অভিযোগ, “পুলিশ নির্মমভাবে আমাদের উপর লাঠিচার্জ করে। বুকে মারে।” বেশ কয়েকজন অসুস্থও হয়ে পড়েন। অসুস্থ এক পার্শ্ব শিক্ষকের কথায়, “আমরা ন্যায্য দাবিতেই এই কর্মসূচি ডেকেছিলাম। আমরা ছেলে মেয়ের মুখে খাবার তুলে দিতে পারি না। মা-বাবার চিকিৎসা করাতে পারি না। অথচ মুখ্যমন্ত্রী আমাদের দাবি দাওয়া নিয়ে কোনও সহানুভূতিই দেখান না। উল্টে রাজ্যের পুলিশ আমাদের উপর এভাবে লাঠি চালাল।”