Partha Chatterjee Health Exclusive: কমেছে হিমোগ্লোবিনের মাত্রা, রক্তাল্পতায় ভুগছেন পার্থ চট্টোপাধ্যায়
Partha Chatterjee: পার্থ বাবুর শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ ৮.৩। মঙ্গলবার দুপুরে প্যাথলজি বিভাগে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে যাওয়া হয়েছিল রক্তপরীক্ষার জন্য।
কলকাতা : রক্তাল্পতায় ভুগছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কম রয়েছে বলে দেখা গিয়েছে রিপোর্টে। পার্থ বাবুর শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ ৮.৩। মঙ্গলবার দুপুরে প্যাথলজি বিভাগে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে যাওয়া হয়েছিল রক্তপরীক্ষার জন্য। জেল হেফাজতে থাকা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার উপর নজর হচ্ছে। বেশ কিছু ক্রনিক সমস্যা রয়েছে তাঁর, তা আগেই জানিয়েছিলেন চিকিৎসকরা। কিছুদিন আগে, শনিবার বিকেলে পার্থ চট্টোপাধ্যায়কে যখন স্বাস্থ্য পরীক্ষার জন্য এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, তখন স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পার্থ বাবু জানিয়েছিলেন, “ভাল নেই।”
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতির মামলায় ইডির হাতে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর আপাতত তিনি রয়েছেন প্রেসিডেন্সি কেন্দ্রীয় সংশোধনাগারে। আগামিকাল, ফের পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে আদালতে পেশ করার কথা। যদিও সশরীরে আদালতে হাজির থাকতে হবে না পার্থ বাবু ও অর্পিতাকে। ভার্চুয়ালি আদালতে পেশ করা হবে তাঁদের। উল্লেখ্য, এর আগে পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার জন্য প্রেসিডেন্সি কেন্দ্রীয় সংশোধনগারে পৌঁছে গিয়েছিলেন আট চিকিৎসকের এক প্রতিনিধি দল। তাঁরা পার্থ বাবুকে স্বাস্থ্য সংক্রান্ত খোঁজখবর নেওয়ার পাশাপাশি বেশ কিছু পরামর্শও দিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে। শোয়ার ধরন বদল করা এবং ব্যায়াম করার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা।
উল্লেখ্য, পার্থ চট্টোপাধ্যায় ডায়াবেটিক রোগী। সেক্ষেত্রে তাঁর ডায়েট সংক্রান্ত ক্ষেত্রের দিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। জেল হেফাজতে থাকা পার্থ চট্টোপাধ্যায়কে দেখতে যে চিকিৎসকরা প্রেসিডেন্সি কেন্দ্রীয় সংশোধনাগারে গিয়েছিলেন, তাঁরা পার্থ বাবুর ডায়েটে কিছু ক্ষেত্রে বদল আনার পরামর্শও দিয়েছিলেন বলে সূত্রের খবর। এরই মধ্যে মঙ্গলবার পার্থ চট্টোপাধ্যায়ের যে রক্তপরীক্ষা করানো হয়েছিল, সেই রিপোর্টে দেখা গিয়েছে তাঁর হিমোগ্লোবিনের পরিমাণ ৮.৩। তবে তাঁর শারীরিক অবস্থার দিকে অনবরত নজর রাখা হচ্ছে বলেই সূত্র মারফত জানা গিয়েছে।
এনআরএস হাসাপাতালের নেফ্রোলজি বিভাগের বিভাগীয় প্রধান চিকিৎসক পিনাকী মুখোপাধ্যায়ের মতে, হিমোগ্লোবিনের মাত্রা ৮.৩ হওয়া মানে তা অনেকটাই কম। এক্ষেত্রে ১১-১২ -র মধ্যে হিমোগ্লোবিন থাকা দরকার।