Dilip Ghosh: ‘দলে ছিলাম, দলেই আছি’, RSS আদর্শের কথা মনে করিয়ে বার্তা দিলীপের

BJP Bengal: বিজেপি সাংসদ দিলীপ ঘোষ কেন্দ্রীয় সংস্থা সিবিআই প্রসঙ্গে মন্তব্য করেছেন। এরপরই অস্বস্তি বাড়ে বঙ্গ বিজেপি শিবিরে। তবে তারপরও আত্মবিশ্বাসী দিলীপ।

Dilip Ghosh: 'দলে ছিলাম, দলেই আছি', RSS আদর্শের কথা মনে করিয়ে বার্তা দিলীপের
দিলীপ ঘোষ (ফাইল ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Aug 23, 2022 | 6:10 PM

কলকাতা : যা মুখে আসে, তাই বলেন! বরাবর দিলীপ ঘোষকে এ ভাবেই চিনেছে রাজনৈতিক মহল। কিন্তু সম্প্রতি সিবিআই-এর সেটিং তত্ত্ব নিয়ে যে বক্তব্য রেখেছেন দিলীপ, তাতে অস্বস্তি বেড়েছে গেরুয়া শিবিরে। গত কয়েকদিনে একদিকে যেমন বঙ্গ বিজেপি শিবির দিলীপের মন্তব্যের বিরোধিতা করেছে, অন্যদিকে দিলীপের প্রতি সুর নরম করেছে তৃণমূল নেতৃত্ব। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছে এমন মন্তব্য করেছেন খোদ তৃণমূল সাংসদ সৌগত রায়। কিন্তু সেই সব নেতাকে বার্তা দিয়ে দিলীপ সাফ জানালেন, ‘আমি দলে ছিলাম, দলেই আছি।’

সিবিআইয়ের ‘সেটিং’ তত্ত্ব নিয়ে বিতর্ক সামনে এসেছে সম্প্রতি। কিন্তু সোমবার হেস্টিংসে বিজেপির কার্যালয়ে যা হয়েছে, তা কার্যত নজিরবিহীন। একদিকে সুকান্ত মজুমদাররা যখন সাংগঠনিক বৈঠক করছেন, তখন ওই ভবনে থেকেও একা বাইরে বসে রইলেন দিলীপ ঘোষ। দরজা বন্ধ থাকায় তিনি নাকি প্রবেশ করতে পারেননি। এই পরিস্থিতিতে দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে, TV9 বাংলাকে তিনি জানান, তিনি বিজেপিতেই আছেন।

শাসক দলের সুর নরম বিজেপি সাংসদের প্রতি। বিজেপির অন্যান্য নেতাদের আচরণে কি মনে হচ্ছে তাঁরাও আর দিলীপ ঘোষকে চাইছেন না? এমন প্রশ্নের মুখে দিলীপ ঘোষ বলেন, ‘দলে ছিলাম। দলেই আছি। বিজেপি ছাড়ার প্রশ্নই নেই।’ তিনি আরও জানিয়েছেন, তিনি আরএসএস-এর আদর্শে দীক্ষিত। সঙ্ঘের কাজে পরিবার ছেড়ে অনেক জায়গায় গিয়েছেন তিনি। তাই বিজেপি ছাড়ার প্রশ্ন নেই। রাজনৈতিক মহলের মতে, দু’পক্ষকেই নিজের অবস্থান বুঝিয়ে দিলেন দিলীপ। যাঁরা দলের মধ্যে তাঁকে কোনঠাসা করতে চাইছেন আর যাঁরা শাসক দলের নেতা হয়ে দরজা খোলা রাখার ইঙ্গিত দিচ্ছেন, সেই সব নেতাদেরই এ দিন বার্তা দিয়েছেন বিজেপি নেতা।

সম্প্রতি দিলীপ ঘোষ দাবি করেছেন, বিজেপি নেতা গত কয়েক মাস ধরে সিবিআই তদন্ত করলেও কেউ ধরা পড়ছিলেন না। সর্ষের মধ্যে ভূত ছিল বলে দাবি করে সাংসদ বলেন, ‘অর্থমন্ত্রীর বিশেষ প্রয়াসে ইডি এসেছে। তারপর কাজ শুরু হয়েছে।’ শুধু তাই নয়, ভোট পরবর্তী হিংসা মামলায় বিজেপির যে নেতাদের মৃত্যু হয়েছে, তাঁরাও সুবিচার পাননি বলে মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। সম্প্রতি দলের তরফে তাঁকে শোকজ করা হলেও, নিজের অবস্থানে অনড় রয়েছেন তিনি।