কলকাতা: প্রায় আড়াই বছর পর প্রথমবার জামিনের মুখ দেখলেন পার্থ চট্টোপাধ্য়ায়। দিনের পর দিন আদালতে কাতর আর্জি জানিয়েও কোনও লাভ হয়নি। পার্থ যে একজন প্রভাবশালী, বাইরে বেরলে যে তিনি তদন্ত প্রভাবিত করতে পারেন, এমনই সব যুক্তি দেখিয়েছে কেন্দ্রীয় সংস্থা। অবশেষে সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন পার্থ। তবে খুব বেশি স্বস্তি নয়। জেল থেকে কি আদৌ বেরতে পারবেন পার্থ?
সুপ্রিম কোর্ট শর্ত দিয়েছে যে জামিন পেলেও আর মন্ত্রী হতে পারবেন না পার্থ চট্টোপাধ্যায়। দোষ প্রমাণ না হওয়া পর্যন্ত বিধায়ক হিসেবে থাকতে পারবেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। তবে জেল থেকে মুক্তি পেলে তবে তো মন্ত্রী হওয়ার প্রশ্ন!
জেল থেকে কি মুক্তি পাবেন পার্থ?
পার্থ চট্টোপাধ্যায়ের নামের পাশে জুড়ে রয়েছে একের পর এক মামলা। প্রথমে ইডি তাঁকে গ্রেফতার করলেও পরে সিবিআই তাঁকে গ্রেফতার করে। শুক্রবার ইডি-র প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলায় জামিন পেয়েছেন তিনি।
পার্থর বিরুদ্ধে সিবিআই-এর করা মামলা-
গ্রুপ সি নিয়োগ
গ্রুপ ডি নিয়োগ
নবম-দশম নিয়োগ
একাদশ-দ্বাদশ নিয়োগ
প্রাথমিক নিয়োগ
এছাড়া প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ের চাকরিতে বেনিয়মের মামলাতেও নাম রয়েছে পার্থর।
পার্থর বিরুদ্ধে ইডি-র করা মামলা
প্রাথমিক নিয়োগ (শুধুমাত্র এই মামলায় জামিন পেয়েছেন পার্থ)
গ্রুপ সি-গ্রুপ ডি নিয়োগ
নবম-দশম নিয়োগ
একাদশ-দ্বাদশ নিয়োগ
জেল থেকে আপাতত মুক্তি না হলেও, এদিন জামিন পাওয়ায় মুক্তির পথ যে প্রশস্ত হচ্ছে, সে কথা বলাই যা। তবে বিরোধী দল এই বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, “যে কোনও মামলায় জামিন হওয়াই স্বাভাবিক। এটা একটা প্রক্রিয়া। দোষ প্রমাণিত হওয়াটাই বড় বিষয়।”