কলকাতা: বঙ্গ সফরের ঠিক আগেই রাজ্যবাসীর জন্য বড় বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বুধবার সন্ধেয় বঙ্গ বিজেপির কর্মীদের সঙ্গে ভার্চুয়ালি কথা বলেন মোদী। প্রধানমন্ত্রীর ভার্চুয়াল বার্তায় আবার উঠে এল বাংলায় নিয়োগ দুর্নীতির প্রসঙ্গ। ঘুষের টাকা ফেরানোর প্রতিশ্রুতিও দিলেন তিনি। এদিন ভার্চুয়াল বার্তায় মোদী বলেন, ‘পশ্চিমবঙ্গ থেকে ইডি প্রায় ৩ হাজার কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। চাকরির জন্য ঘুষ দেওয়া হয়েছে। কেউ এক লাখ টাকা দিয়েছিল, কেউ ৫০ হাজার টাকা দিয়েছিল। সবার রেট ছিল। আমি খোঁজখবর নিতে বলেছি। যদি প্রমাণ হয়ে যায় টাকা গিয়েছে, তাহলে গরিবের টাকা ফেরত দেব আমি।’
উল্লেখ্য, বাংলায় নিয়োগ দুর্নীতির ইস্যুতে গোটা দেশের রাজনৈতিক মহল তোলপাড় হয়েছে। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে শুরু করে শাসক দলের একাধিক ছোট-বড়-মাঝারি মাপের নেতা, শিক্ষাকর্তা গ্রেফতার হয়েছেন এই দুর্নীতির মামলায়। ইডি ও সিবিআই দুই তদন্তকারী সংস্থাই এই নিয়োগ দুর্নীতির তদন্ত চালাচ্ছে। দুর্নীতির তদন্তে নেমে ইতিমধ্য়েই প্রচুর পরিমাণে টাকা বাজেয়াপ্ত করেছে ইডি।
কিছুদিন আগেই প্রধানমন্ত্রী কৃষ্ণনগরের বিজেপি প্রার্থীর সঙ্গে কথা বলার সময়ে আশ্বাস দিয়েছিলেন, বাংলার থেকে ইডির বাজেয়াপ্ত করা প্রায় তিন হাজার কোটি টাকা কীভাবে গরিব মানুষের কাছে ফেরানো যায়, সেই বিষয়ে আইনি পরামর্শ নিচ্ছেন তিনি। তারপর আজ বঙ্গ বিজেপির কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বলার সময় আবারও সেই আশ্বাস শোনা গেল মোদীর গলায়।