Pollution: কালীপুজোর আগেই সূচক ১০০ ছাড়াল, দমদম থেকে বালিগঞ্জ- বাতাসে বাড়ছে ‘বিষ’

Pollution: শুধু সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টার মধ্যে কলকাতা এবং লাগোয়া অংশে বাতাসের মানসূচক (AQI) দাঁড়াল ১২৩। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী, কলকাতার পরিস্থিতি বর্তমানে অস্বাস্থ্যকর এবং সংবেদনশীল।

Pollution: কালীপুজোর আগেই সূচক ১০০ ছাড়াল, দমদম থেকে বালিগঞ্জ- বাতাসে বাড়ছে 'বিষ'
প্রতীকী ছবিImage Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Oct 30, 2024 | 11:06 PM

কলকাতা: আলোর উৎসব প্রতিবারই যেন অন্ধকার নেমে আসে শহরে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। কালীপুজোয় বাজি ফাটবে না, এমনটা হয় না। পুজোর পাশাপাশি দীপাবলীর উৎসবেও মেতে ওঠেন শহরের বহু মানুষ। কিন্তু সেই উৎসব শুরুর আগের রাতেই বাতাসের মানসূচকের অবস্থা উদ্বেগজনক। উৎসব শুরু হলে যে কী অবস্থা হবে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন বিশেষজ্ঞরা।

বৃহস্পতিবার বাংলায় কালীপুজো। তার আগের দিন অর্থাৎ বুধবার সন্ধ্যায় কলকাতা এবং হাওড়ার বিভিন্ন অংশে যেভাবে বাজি ফাটানো হচ্ছে, তাতে দূষণের মাত্রা একধাক্কায় বেড়ে গিয়েছে অনেকটা। শুধু সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টার মধ্যে কলকাতা এবং লাগোয়া অংশে বাতাসের মানসূচক (AQI) দাঁড়াল ১২৩। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী, কলকাতার পরিস্থিতি বর্তমানে অস্বাস্থ্যকর এবং সংবেদনশীল।

কলকাতার কোথায় বাতাসের অবস্থা কেমন-

ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন এলাকায় বাতাসের মান সূচক ৮০-১০৭-র মধ্যে ঘোরাফেরা করছে। যাদবপুর এলাকায় বাতাসের মান সূচক ৭৮ থেকে ৯৯-এর মধ্যে। মার্কিন দূতাবাস সংলগ্ন এলাকার অংশে বাতাসের মান সূচকের অবস্থা সবথেকে খারাপ। সেখানে সন্ধ্যা ৭ টা নাগাদ বাতাসের মানসূচক পৌঁছেছে ১৪৯-এ। রাতে তা কিছুটা কমে দাঁড়ায় ১০৭।

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় এলাকার অংশে মান সূচক ১২৫-৯৯, বালিগঞ্জে ৯৪-৯৯, ফোর্ট উইলিয়াম সংলগ্ন এলাকায় ৯৫-৯৯, রবীন্দ্র সরোবর এলাকার অংশে ৬৭-৮৫, বিধাননগর এলাকায় ৯৪-৯৯, কুলিয়া এলাকায় ৯০-১০২-এর মধ্যে ঘোরাঘুরি করেছে সূচক। ট্যাংরা, দমদম, তেঘরিয়া এলাকাতেও মান সূচক ১০০-র আশপাশে ঘোরাফেরা করছে।

এদিকে, হাওড়ার বালিতে বাতাসের মান সূচক ১০০-১০৫, হাওড়ার পদ্মপুকুর এলাকায় ১০০ থেকে ১০২, বেলুড় মঠ এলাকায় ৯৫ থেকে ১০২-এর মধ্যে ঘোরাফেরা করছে সূচক। মূলত কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী বাতাসের মানসূচক ১০১-২০০ থাকলে পরিস্থিতি অস্বাস্থ্যকর এবং সংবেদনশীল বলে চিহ্নিত করা হয়।