Posta Murder: রক্তে ভাসছে গদি, মাথা-মুখ থ্যাতলানো ‘মালিকের’… ভোটের দুপুরে পোস্তায় স্বর্ণব্যবসায়ীকে দেখে শিউরে উঠলেন কর্মী

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 28, 2022 | 9:13 AM

Posta Murder: বৃদ্ধের মুখেও একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। সেক্ষেত্রে মাথায় প্রথম আঘাতের পর বৃদ্ধ যখন মুখ ঘুরিয়ে আততায়ীকে দেখার চেষ্টা করেছিলেন, তখন তাঁর মুখেও এলোপাথাড়িভাবে আঘাত করেছে আততায়ী।

Posta Murder: রক্তে ভাসছে গদি, মাথা-মুখ থ্যাতলানো মালিকের... ভোটের দুপুরে পোস্তায় স্বর্ণব্যবসায়ীকে দেখে শিউরে উঠলেন কর্মী
পোস্তায় ব্যবসায়ীর রহস্যমৃত্যু (নিজস্ব চিত্র)

Follow Us

কলকাতা: ভবানীপুরের পর এবার পোস্তা। আবারও এক স্বর্ণব্যবসায়ীর রহস্যমৃত্যু। হাত পা বাঁধা অবস্থায় ঘরের ভিতরেই গদিতে পড়েছিলেন তিনি। পোস্তার একটি দোতলা বাড়ির একতলার ঘর থেকে তাঁর দেহ উদ্ধার হয়। মৃতের নাম দিলীপকুমার গুপ্তা (৬১)। রবিবার দুপুরে এক কর্মচারী তাঁকে হাত পা অবস্থায় ঘরের ভিতরে গদিতে অচৈতন্য অবস্থায় মুখ থুবড়ে পড়ে থাকতে দেখেন। তিনি তখন পরিবারের সদস্যদের খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পোস্তা থানার পুলিশ। বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। জানা যাচ্ছে, দিলীপকুমারের জামাই স্বর্ণ ব্যবসায়ী। তিনি তাঁরই দোকান দেখভাল করতেন। যে ঘর খেকে ব্যবসায়ীর দেহ উদ্ধার হয়েছে, তার সামনে একটি সিসিটিভি ক্যামেরা রয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, নিহতের মাথার পিছনে আঘাতের চিহ্ন রয়েছে। গভীর ক্ষত তৈরি হয়েছে সেখানে। তাতে প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, পিছন থেকে ভারী কোনও বস্তু দিয়ে আঘাত করে খুন করা হয়েছে ব্যবসায়ীকে।

বৃদ্ধের মুখেও একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। সেক্ষেত্রে মাথায় প্রথম আঘাতের পর বৃদ্ধ যখন মুখ ঘুরিয়ে আততায়ীকে দেখার চেষ্টা করেছিলেন, তখন তাঁর মুখেও এলোপাথাড়িভাবে আঘাত করেছে আততায়ী। ফলে মুখের সামনের অংশও থেঁতলে গিয়েছে। হত্যায় যথেষ্ট নৃশংসতার ছাপ রয়েছে। সেক্ষেত্রে চুরি করতে এসে বাধা নাকি এর পিছনে কোনও পুরনো শত্রুতা রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

ঘটনার পর বৃদ্ধের বাড়িতে যান হোমিসাইড শাখার তদন্তকারীরা। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে ফরেনসিক রিপোর্টের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি ওই ঘরের সামনের সিসিটিভি ও বাড়ির সমস্ত সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এক্ষেত্রে সিসিটিভি সূত্র ধরে দ্রুত আততায়ীর সন্ধান মিলবে বলেই মনে করছেন তদন্তকারীরা। পরিবারের বাকি সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিকেলে ঘটনাস্থলে পৌঁছয় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের হোমিসাইড শাখার আধিকারিকরা। ঘটনাস্থল ঘুরে দেখেন গোয়েন্দা বিভাগের সাইন্টিফিক উইং-সহ লালবাজারের উচ্চপদস্থ কর্তারা। এই খুনের পেছনে ২ থেকে ৩ জনের হাত থাকতে পারে বলে প্রাথমিক তদন্তে মনে হয়েছে পুলিশের।

আরও পড়ুন: West Bengal Municipal Elections 2022: এ কেমন গণতন্ত্রের উৎসব! খবর সংগ্রহে গিয়ে আক্রান্ত গণতন্ত্রেরই চতুর্থ স্তম্ভ…

আরও পড়ুন:  Anis Khan Death : ‘মমতার ফেভারিট ছেলের’ জন্য এবার পথে তৃণমূলের ছাত্র সংগঠনও! দাবি উঠবে…

Next Article