Anis Khan Death : ‘মমতার ফেভারিট ছেলের’ জন্য এবার পথে তৃণমূলের ছাত্র সংগঠনও! দাবি উঠবে…

Anis Khan Death : আনিস মৃত্যু রহস্য নিয়ে এইবার পথে নামবে তৃণমূল ছাত্র পরিষদ। আগামিকাল বেলা ১ টায় রামলীলা ময়দানে থেকে গান্ধী মূর্তি অবধি যাবে এই মিছিল।

Anis Khan Death : 'মমতার ফেভারিট ছেলের' জন্য এবার পথে তৃণমূলের ছাত্র সংগঠনও! দাবি উঠবে...
(প্রতীকী ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Feb 27, 2022 | 3:10 PM

কলকাতা : আনিস মৃত্যু রহস্য নিয়ে এইবার পথে নামবে তৃণমূল ছাত্র পরিষদ। আগামিকাল বেলা ১ টায় রামলীলা ময়দানে থেকে গান্ধী মূর্তি অবধি যাবে এই মিছিল। আনিস মৃত্যুরহস্যে মুখ্যমন্ত্রীর পদক্ষেপের জয়গান গেয়ে স্লোগান উঠবে এই মিছিল থেকে। তৃণমূলের যুব নেতারা কিছু দাবি নিয়ে এই মিছিল করবেন বলে জানা গিয়েছে। আনিস মৃত্যু রহস্যে হস্তক্ষেপ করে সিট গঠন করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেোপাধ্যায়। সিট গঠনও হয়েছে। হাইকোর্টে সেই সিটে মান্যতা দিয়েছে। সিট গঠন করার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপনের স্লোগান উঠবে এই মিছিল থেকে। এছাড়াও তাঁদের দাবি, আনিস মৃত্যুরহস্যকে কেন্দ্র করে কোনও রাস্তা আটকে প্রতিবাদ করা যাবে না। এই দুই উদ্দেশেই তৃণমূল ছাত্র পরিষদ এইবার ময়দানে নামবে।

উল্লেখ্য, আনিস মৃ্ত্যু নিয়ে উত্তাল গোটা বাংলা। রাজনীতিতেও এর প্রভাব পড়েছে যথেষ্ট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে হয়েছে সিট গঠন। তিনি আনিসের পরিবারের সঙ্গে দেখা করতে চেয়ে নবান্নেও ডেকে পাঠান আনিসের পরিবারকে। এরপর অনেক জল বয়ে গিয়েছে আনিসের মৃত্যুরহস্যের তদন্ত ঘিরে। হয়েছে অনেক জলঘোলাও। শাসক শিবির-বিরোধী শিবিরের আক্রমণ, পাল্টা আক্রমণও হয়েছে এর মধ্যে। আনিসের মৃত্যুর ঘটনা সামনে আসার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্য়ায় দাবি করেছিলেন, “আনিস আমার ফেভারিট ছেলে।” তিনি জানিয়েছিলেন যে, মৃত ছাত্রনেতা আনিস খান তৃণমূল কংগ্রেসের লোকজনের সঙ্গে যোগাযোগ রাখতেন। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য ফেসবুক লাইভে এসে একই মন্তব্য করেন। দেবাংশু বলেছিলেন, “আনিস খান তৃণমূলের সঙ্গে ও তৃণমূলের লোকজনের সঙ্গে যোগাযোগ রেখেছিল। আনিস মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করত।”

মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ‘ফেভারিট’ ছেলে হয়েও আনিস মৃত্যুরহস্য নিয়ে ময়দানে নামতে দেখা যায়নি তৃণমূলের ছাত্রপরিষদের সদস্যদের। তবে ময়দানে প্রথম থেকেই প্রতিবাদে সরব হয়েছে বামপন্থী ছাত্র সংগঠন এবং ছাত্র-ছাত্রীরা। গতকালও ধুন্ধুমার কাণ্ড ঘটে বাম ছাত্র যুবদের মিছিল ঘিরে। রণক্ষেত্রের পরিস্থিতি হয়ে ওঠে পাঁচলা। প্রথম থেকেই পথেঘাটে মিছিল করেছে বাম ছাত্র-ছাত্রীরা। এইবার তার বিরোধিতা করবে তৃণমূলের ছাত্র সংগঠন। তাঁরা দাবি তুলবেন,রাস্তা আটকে কোনও বিক্ষোভ বা প্রতিবাদ দেখানো যাবে না।

আরও পড়ুন : Anis Khan Death: বাম ছাত্র যুবদের মিছিল ঘিরে রণক্ষেত্র পাঁচলা! আটক মীনাক্ষি, রক্তাক্ত পুলিশ কর্মীও