AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vegetables Price Hike: একশো পার টম্যাটো, বিন্সের ডাবল সেঞ্চুরি, দানার ঝাপটায় কোন কোন সবজির দাম আকাশ ছুঁল দেখে নিন

Vegetables Price Hike: খুচরো বিক্রেতারা বলছেন সবজি পচে গেলে পাইকারি বাজারেও দাম অনেক বাড়বে। তাতে তাঁদেরও বেশি দাম দিয়ে সবজি কিনে আনতে হবে। চাপ বাড়বে ক্রেতাদের। এদিন কলকাতায় একাধিক বাজারে বেগুন বিক্রি হচ্ছে একশো টাকা কিলো দরে।

Vegetables Price Hike: একশো পার টম্যাটো, বিন্সের ডাবল সেঞ্চুরি, দানার ঝাপটায় কোন কোন সবজির দাম আকাশ ছুঁল দেখে নিন
কোথায় কত দাম সবজির? Image Credit: PTI
| Edited By: | Updated on: Oct 27, 2024 | 9:40 AM
Share

কলকাতা: দাম যে বাড়বে সেই আশঙ্কা আগেই করেছিলেন কৃষকরা। দানা বিদায় নিতে না নিতেই সেই আশঙ্কাই সত্যি হল। কলকাতার বাজারগুলোতে বেড়েছে সবজির দাম। বিক্রেতারা বলছেন, বর্তমানে যা অবস্থা তাতে কালীপুজোর সময় আরও বাড়তে পারে দাম। প্রসঙ্গত, বৃহস্পতি-শুক্রর একটানা বৃষ্টিতে জেলায় জেলায় জমিতে জমেছে জল। জমিতেই পচেছে সবজি। জোগানে টান। সে কারণেই এই ছবি বলে জানাচ্ছেন কৃষক থেকে বিক্রেতারা। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে সেই উত্তর নেই কারও কাছেই। চিন্তার ভাঁজ সবার কপালেই। 

খুচরো বিক্রেতারা বলছেন সবজি পচে গেলে পাইকারি বাজারেও দাম অনেক বাড়বে। তাতে তাঁদেরও বেশি দাম দিয়ে সবজি কিনে আনতে হবে। চাপ বাড়বে ক্রেতাদের। এদিন কলকাতায় একাধিক বাজারে বেগুন বিক্রি হচ্ছে একশো টাকা কিলো দরে। মানিকতলা বাজারে কাঁচা লঙ্কা বিক্রি হচ্ছে প্রায় দেড়শো টাকা কিলো দরে, ভেন্ডি ৬০ টাকা, উচ্ছে ৮০ টাকা কেজি, টম্যাটো বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে। বাকি শাক-সবজির দামও মোটের উপর ঊর্ধ্বমুখী। 

বিন্সের দাম ইতিমধ্যেই ডাবল সেঞ্চুরি করে ফেলেছে। বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে। শসা বিক্রি হচ্ছে ৫০ টাকা কিলো দরে। গাজর সেখানে প্রায় ৮০ টাকা প্রতি কেজিতে বিক্রি হচ্ছে। ফুলকপি তো ৩০ টাকা থেকে ৪০ টাকা প্রতি পিস বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, নতুন করে জমিতে ফলন না হলে জোগান বাড়বে না সবজির। আর তা না হলে আগামী এক সপ্তাহের মধ্যে অবস্থার খুব একটা পরিবর্তন হচ্ছে না।