কলকাতা: রাজ্যের জন্য সুখবর! প্রাথমিক শিক্ষায় গোটা দেশে নজির করল বাংলা। ‘ফাউন্ডেশনাল লিটারেসি ইনডেক্স’-র (Index on Foundational Literacy and Numeracy) সাম্প্রতিক গবেষণায় উঠে এল নয়া তথ্য! তাতে, বড় রাজ্যগুলির মধ্যে শীর্ষে বঙ্গ। তালিকার শেষে স্থান পেয়েছে বিহার। ছোট রাজ্যগুলির মধ্যে সেরার শিরোপা ছিনিয়ে নিল কেরল। শুক্রবার এই তথ্য ঘোষণা করেছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান বিবেক দেবরয়। টুইট করে রাজ্যের শিক্ষক ও অভিভাবকদের অভিবাদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
করোনাকালে প্রায় দেড় বছরের জন্য বন্ধ ছিল স্কুল-কলেজ সবই। কার্যত থমকে গিয়েছিল শিক্ষাব্যবস্থা। অনলাইন ক্লাসের কার্যকারিতার সুফল যে সকল পড়ুয়া ভোগ করতে পেরেছে এমন নয়। এই পরিস্থিতিতে নিঃসন্দেহে কেন্দ্রের এই ঘোষণা সুখবর বলেই মনে করছেন শিক্ষক মহলের একাংশ।
ঠিক কী ঘোষণা করা হয়েছে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে? ইনডেক্স অন ফাউন্ডেশনাল লিটরেসি অ্যান্ড নিউমেরেসির সমীক্ষায় (Index on Foundational Literacy and Numeracy) দশ বছরের কম বয়স্ক শিশুদের প্রাথমিক শিক্ষায় বড় রাজ্যগুলির তালিকায় শীর্ষে পশ্চিমবঙ্গ ও সবচেয়ে পিছনে রয়েছে বিহার। ছোট রাজ্যগুলির তালিকায় শীর্ষে রয়েছে কেরল ও সবচেয়ে পিছনে ঝাড়খণ্ড।
Dr @bibekdebroy, Chairman, EAC-PM released the report on the State of Foundational Literacy and Numeracy in India. Commissioned by EAC-PM, the report was prepared by Institute for Competitiveness (@arthsastra).https://t.co/uyfJY7qxM3 pic.twitter.com/XOVwcDxTYA
— EAC-PM (@EACtoPM) December 17, 2021
The report can be accessed at: https://t.co/gGZQaZecci
— EAC-PM (@EACtoPM) December 17, 2021
রাজ্যের এই সাফল্যে টুইট করে শিক্ষক ও অভিভাবকদের অভিবাদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি লিখেছেন, “বাংলার জন্য দারুণ খবর! আমাদের রাজ্য প্রাথমিক শিক্ষায় বড় রাজ্যগুলির মধ্যে শীর্ষ স্থান অধিকার করেছে। সকল শিক্ষক, অভিভাবক ও শিক্ষা পর্ষদকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিন্দন জানাই।”
Great news for West Bengal!
We have secured the top rank among larger states on the 'Foundational Literacy & Numeracy Index'.
I congratulate all teachers, guardians & members of our Education Department for this outstanding achievement!https://t.co/BQPNUiQX9r
— Mamata Banerjee (@MamataOfficial) December 17, 2021
যে চারটি ভাগে ভাগ করে এই তথ্য ঘোষণা করা হয়েছে, তার মধ্যে রয়েছে, বড় রাজ্য, ছোট রাজ্য, উত্তর-পূর্ব ও কেন্দ্রশাসিত অঞ্চল। কেরল, পশ্চিমবঙ্গ ছাড়াও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে লাক্ষাদ্বীপ ও উত্তর-পূর্বের মধ্যে সর্বোচ্চ স্থানে রয়েছে মিজ়োরাম। বড় রাজ্যগুলির তালিকায় শীর্ষস্থানে থাকা বঙ্গের প্রাপ্ত পয়েন্ট ৫৮.৯৫এবং ছোট রাজ্যগুলির মধ্যে শীর্ষে থাকা কেরলের প্রাপ্ত পয়েন্ট ৬৭.৯৫।
প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়েছে , এই সমীক্ষাটি মূলত সমস্ত রাজ্যগুলির ১০ বছরের কমবয়স্ক শিশুদের প্রাথমিক সাক্ষরতার হার নির্ধারণে পরিচালন, প্রতিষ্ঠান ও পরিস্থিতির মোকাবিলার উপর নজর দেওয়া হয়েছে।
এই ইনডেক্সটি ৪১ টি সূচক সমন্বিত পাঁচটি ভাগে বিভক্ত। সেই মূল পাঁচটি ভাগে রয়েছে, শিক্ষাগত কাঠামো, শিক্ষার অধিকার, সাধারণ স্বাস্থ্য, শেখার ফলাফল এবং পরিচালন। ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, অন্তত ৫০ শতাংশের বেশি রাজ্যই জাতীয় গড়ের থেকে পিছিয়ে।
চেয়ারম্যান বিবেক দেবরয় বলেছেন, “শিক্ষার একটি গুরুত্বপূর্ণ দিক হল, তা ক্রমেই ইতিবাচক বাহ্য়িকতার দিকে নিয়ে যায়, এবং শিক্ষার মান গঠনমূলক বছরগুলিতে গুরুত্বপূর্ণ।” তিনি আরও জানিয়েছেন, যে রাজ্যগুলি পিছিয়ে সেক্ষেত্রে কিছু প্রতিকার ভাবা বাঞ্ছনীয়।