বিধানসভার সামনে ছাত্র পরিষদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে ধুন্ধুমার
Chhatra Parishad Protest: রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন ছাত্র পরিষদের সদস্যরা। হাতে পোস্টার, মুখে 'বন্দে মাতরম' স্লোগান।
কলকাতা: বিধানসভার সামনে ছাত্র পরিষদের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ছাত্র পরিষদের সদস্যরা শুক্রবার বিক্ষোভ দেখান বিধানসভার সামনে। অভিযোগ, পুলিশ জোর করে বিক্ষোভকারীদের হঠিয়ে দেওয়ার চেষ্টা করলে সেখানেই পুলিশের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন ছাত্র পরিষদের সদস্যরা। হাতে পোস্টার, মুখে ‘বন্দে মাতরম’ স্লোগান।
শুধু পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিই নয়, একই সঙ্গে ভুয়ো ভ্যাকসিনকাণ্ডেরও প্রতিবাদে সরব হন কংগ্রেসের ছাত্র সংগঠনের সদস্যরা। গত কয়েকদিন ধরেই বিভিন্ন জায়গায় কংগ্রেস, বাম, ও তাদের ছাত্র সংগঠনগুলি পেট্রোল ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, ভ্যাকসিনকাণ্ড-সহ একাধিক ঘটনার বিরোধিতায় পথে নেমে প্রতিবাদ দেখাচ্ছে।
আরও পড়ুন: ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে এখনই সিবিআই তদন্তের দরকার নেই, নির্দেশ কলকাতা হাইকোর্টের
এদিনও তেমনই বিধানসভার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে ছাত্র পরিষদ। এদিকে এখন আবার বিধানসভায় অধিবেশন চলছে। স্বভাবতই বিধানসভা ভবনে নিরাপত্তার কড়াকড়ি অনেক বেশি। এরই মধ্যে প্রতিবাদ কর্মসূচি ঘিরে পরিস্থিতি ঘোরাল হয়ে উঠতে পারে, সেই সম্ভাবনা থেকেই বিক্ষোভকারীদের আটকায় পুলিশ। কথা কাটাকাটি মুহূর্তে ধস্তাধস্তির রূপ নেয়। এর পরই রাস্তায় শুয়ে প্রতিবাদ দেখাতে থাকেন বিক্ষোভকারীরা। একাধিক ছাত্র পরিষদ সদস্যকে আটকও করা হয়।