Pujoy Pulse: পুজোয় পালসের ট্যাবলো দেখলেই জমছে ভিড়, ‘ফাটাফাটি খেতে’, গোলমোল মুখে দিতেই বলছে জনতা

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Oct 04, 2024 | 8:52 PM

Pujoy Pulse: ২২ শহরে যেখানে যেখানে ঘুরছে পালসের ট্যাবলো সর্বত্রই একই ছবি। খুশি জনতা। একজন তো বলছেন, “পুজোর আগে এ ধরনের উদ্যোগ খুবই ভাল। আমার তো দারুণ লাগছে। আশা করছি বাকিদেরও খুবই ভাল লাগবে।”

Pujoy Pulse: পুজোয় পালসের ট্যাবলো দেখলেই জমছে ভিড়, ‘ফাটাফাটি খেতে’, গোলমোল মুখে দিতেই বলছে জনতা
পুজোয় পালসের হাত ধরে পুজোর উন্মাদনা যেন আরও দ্বিগুণ হয়েছে
Image Credit source: TV 9 Bangla

Follow Us

কলকাতা: প্যান্ডেল হপিংয়ের ক্লান্তি কমাতে পালস নিয়ে এসেছে ডাইজেস্টিভ এনার্জি ক্য়ান্ডি। পালসের আগের চটপটা স্বাদ তো সবার চেনা। এবার বাজারে ঝড় তুলতে এসে গিয়েছে গোলমোল ক্যান্ডি। তেঁতুলের স্বাদে বুঁদ আট থেকে আশি। টিভি ৯ বাংলা পুজোয় পালস সিজন টু-র ট্যাবলো ঘুরছে রাজ্যের নানা প্রান্তে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, যেখানেই যাচ্ছে পালসের ট্যাবলো সেখানেই উপচে পড়ছে ভিড়। পুজোয় পালসের হাত ধরে পুজোর উন্মাদনা যেন আরও দ্বিগুণ হয়েছে। ২২ শহরে যেখানে যেখানে ঘুরছে পালসের ট্যাবলো সর্বত্রই একই ছবি। 

খুশি জনতা। একজন তো বলছেন, “পুজোর আগে এ ধরনের উদ্যোগ খুবই ভাল। আমার তো দারুণ লাগছে। আশা করছি বাকিদেরও খুবই ভাল লাগবে।” পাশে দাঁড়িয়ে আর এক মহিলা বললেন, “এই নতুন পালসের তো দারুণ টেস্ট। বাচ্চারাও খুব উপভোগ করছে। আমাদেরও ভাল লাগছে।”

তবে শুধুই তরুণ প্রজন্ম নয়। খুশি প্রবীণরাও। একজন বলছেন, “মারাত্মক ভাল খেতে। একেবারে অন্যরকম স্বাদ। খুবই ভাল লাগছে।” আর একজন বলছেন, “গোলমোল খুবই ভাল খেতে। যে কেউ খেলেই ভাল লাগবে।” এবার পুজোয় পালস সিজিন টু তে মৃৎশিল্পীদের হাতে উঠছে শিল্পী সম্মান। তাও বিশেষভাবে সমাদৃত হচ্ছে সমাজের সব স্তরেই। খুশি মৃৎশিল্পীরাও।   

Next Article