NAS : ন্যাসের প্রশ্নপত্রে গোটা পাতা জুড়ে ‘সরকারি বিজ্ঞাপন’, প্রশ্নের মুখে মমতার প্রশাসন

West Bengal Government advertises in NAS question paper: গোটা পাতাজুড়ে সরকারি বিজ্ঞাপন। বিজ্ঞাপন রয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও কন্য়াশ্রীর। রয়েছে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও, সঙ্গে বিশ্ব বাংলার লোগো। আর এই নিয়েই এবার প্রশ্ন উঠতে শুরু করেছে শিক্ষক মহলে।

NAS : ন্যাসের প্রশ্নপত্রে গোটা পাতা জুড়ে 'সরকারি বিজ্ঞাপন', প্রশ্নের মুখে মমতার প্রশাসন
ন্যাসের প্রশ্নপত্রে রাজ্য সরকারের বিজ্ঞাপন (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Oct 26, 2021 | 7:10 PM

কলকাতা : সর্বভারতীয় ন্যাস পরীক্ষায় কন্যাশ্রী (Kanyashree) ও স্টুডেন্ট ক্রেডিট কার্ড (Student Credit Card)-এর ‘বিজ্ঞাপন’ দেওয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে (NAS)পরিচালনা করে কেন্দ্র। রাজ্যগুলিতে শিক্ষার মান নির্ধারণের জন্য সব রাজ্যে এই সমীক্ষা চালানো হয়। প্রকাশিত হয় সমীক্ষার ফলাফলও। সেই সমীক্ষার প্রশ্নপত্রতেই এবার একটা গোটা পাতা জুড়ে কন্যাশ্রীর ‘বিজ্ঞাপন’।

শুধু তাই নয়, গোটা পাতাজুড়ে সরকারি ‘বিজ্ঞাপন’। রয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও কন্য়াশ্রীর বিষয়ে বিভিন্ন তথ্য। রয়েছে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও, সঙ্গে বিশ্ব বাংলার লোগো। আর বিজ্ঞাপনের পরবর্তী পাতায় রয়েছে সেই সংক্রান্ত প্রশ্নমালা। আর এই নিয়েই এবার প্রশ্ন উঠতে শুরু করেছে শিক্ষক মহলে। কেন এনএএসের মতো একটি সংস্থার প্রশ্নপত্রে মুখ্যমন্ত্রীর ছবি, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন অনেকেই। অভিযোগ উঠছে, তাহলে কি শিক্ষা ব্যবস্থাকেও নিজের প্রচারের জন্য ব্যবহার করছে রাজ্য সরকার?

শিক্ষক মহলের একাংশ উন্নয়ন মূলক প্রকল্প সংক্রান্ত প্রশ্ন নিয়ে আপত্তি না জানালেও, প্রশ্ন তুলেছেন প্রশ্নপত্রের মধ্যে থাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে।

উল্লেখ্য, কিছুদিন আগেই করোনা টিকাকরণের শংসাপত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) ছবি থাকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। সেই নিয়ে কম জলঘোলা হয়নি। কেন্দ্রের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছিলেন তিনি। আর এবার সেই একই কাণ্ড কেন তিনি নিজেই করে বসলেন? কেন সরকারি বিজ্ঞাপনের জন্য ব্যবহার করা হচ্ছে ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভের মতো একটি গুরুত্বপূর্ণ সমীক্ষার প্রশ্নপত্রকে, প্রশ্ন তুলছেন শিক্ষাবিদদের একাংশ।

বিশিষ্ট শিক্ষাবিদ দেবাশিস সরকার এই বিষয়ে জানিয়েছেন, ওই সংক্রান্ত প্রশ্নের জন্য যেটুকু দরকার, শুধুমাত্র সেটুকুই থাকবে প্রশ্নমালার মধ্যে। সেখানে কোনও প্রশ্নের জন্য যদি কোনও ছবি দরকার পড়ে, বা কোনও লেখচিত্র দরকার পড়ে, সেটি ব্যবহার করা যেতে পারে। যেমনটা ভূগোল, জীববিদ্যা বা জ্যামিতির প্রশ্নের সঙ্গে থাকতে দেখা যায়। কিন্তু প্রশ্নের সঙ্গে প্রয়োজনীয় নয়, এমন কোনও ছবি যদি চলে আসে না একেবারেই অবাঞ্ছিত। এক্ষেত্রে কার ছবি এসেছে, এটি বড় কথা নয়, অপ্রয়োজনীয় কোনও ছবিই প্রশ্নপত্রের সঙ্গে আসা কাঙ্খিত নয়। পরীক্ষার প্রশ্নপত্রের জায়গাটি হল পড়া-লেখা, এবং প্রশ্ন তার মধ্যেই নির্দিষ্ট থাকবে। এটাই সাধারণ নিয়ম। এর বাইরে যদি কোনও রাষ্ট্রনায়কদের ছবি চলে আসে,তা রাজ্য সরকার হোক কিংবা কেন্দ্রীয় সরকার তা কখনও কাম্য নয়। বিখ্যাত রাষ্ট্রনায়কদের ছবি ডাকঘরের স্ট্যাম্পে থাকে, প্রশ্নপত্রে তার প্রতিফলন থাকা উচিৎ নয়।

বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সহ সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল জানিয়েছেন, “ন্যাসের পঞ্চম, অষ্টম এবং দশম শ্রেণির যে পরীক্ষাটি হচ্ছে, সেখানে প্রশ্নপত্র তৈরি করে কেন্দ্রীয় সংস্থা। শোনা যাচ্ছে, এ বছরের যে প্রশ্নপত্র, সেখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে। কন্যাশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মতো রাজ্যের প্রকল্পগুলির প্রচারও রয়েছে। অন্যান্য রাজ্যের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীদের ছবি ছাপা হয় কিনা আমার জানা নেই। তবে কেন্দ্রীয় সংস্থার ছাপানো প্রশ্নপত্রে মুখ্যমন্ত্রীর ছবি থেকেই বোঝা যায়, কেন্দ্র ও রাজ্যের মধ্যে সম্পর্ক কতটা ভাল।”

যদিও ন্যাসের প্রশ্নপত্রের সঙ্গে কেন মুখ্যমন্ত্রীর ছবি সহ এই সরকারি বিজ্ঞাপন দেওয়া হল, তা নিয়ে এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফে কারও কোনও মন্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন : Dengue Fear: হোটেলের রান্নার জলে কিলবিল করছে মশার লার্ভা! বাস স্ট্যান্ডের জমা জলেও ডেঙ্গি আতঙ্ক