R G Kar: সুপ্রিম নির্দেশ মানবেন জুনিয়র চিকিৎসকরা? কোন পথে হাঁটবেন জানালেন তাঁরা
R G Kar: ইতিমধ্যেই চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আন্দোলনকারী চিকিৎসক বলেন, "রাজ্য পুলিশ থাকাকালীন এই অবস্থা। আমরা রাজ্যের তরফে কোনও নিরাপত্তা চাই না। আমরা শুনানিতে অখুশি। কত দিন চলবে বুঝতে পারছি না।"
কলকাতা: তখন সুপ্রিম কোর্টে চলছে শুনানি। সওয়াল-জবাবে টানটান উত্তেজনা। আরজি করের বাইরে জায়েন্ট স্ক্রিনে তখন নজর ছিল আন্দোলনকারী চিকিৎসকদের। এদিন সিবিআই আদালতে কোনই রিপোর্ট জমা দিতে পারেনি। রিপোর্ট জমা দিয়েছে রাজ্য সরকার। তদন্তের কী অগ্রগতি, তা নিয়েই ধোঁয়াশায় আন্দোলনকারী চিকিৎসকরা। তবে মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় মঙ্গলবার বিকাল ৫ টার মধ্যে আন্দোলনকারী চিকিৎসকদের কাজে ফেরার নির্দেশ দিয়েছেন। সে বিষয়েও বললেন আন্দোলনকারীরা।
আন্দোলনকারী এক চিকিৎসক সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর বলেন, “সুপ্রিম কোর্ট যা নির্দেশ দিয়েছে, তাকে সম্মান দিয়ে কিছু কিছু সিদ্ধান্ত আমাদের নিতে হবে। আমাদের পরবর্তী পদক্ষেপ কী হবে সিনিয়রদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব। আমরা তদন্তে একেবারেই খুশি নই। কী অগ্রগতি, কী পেল, সেটাই বুঝতে পারছি না।”
ইতিমধ্যেই চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আন্দোলনকারী চিকিৎসক বলেন, “রাজ্য পুলিশ থাকাকালীন এই অবস্থা। আমরা রাজ্যের তরফে কোনও নিরাপত্তা চাই না। আমরা শুনানিতে অখুশি। কত দিন চলবে বুঝতে পারছি না।” এদিনের শুনানিতে রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বল অভিযোগ উত্থাপন করেন, বিনা চিকিৎসায় ২৩ জন রোগীর মৃত্যু হয়েছে। সে প্রসঙ্গে অবশ্য আন্দোলনকারী চিকিৎসকরা দাবি করেছেন, “হাসপাতাল কোথাও বন্ধ নেই। প্রতি রোগী দেখা হচ্ছে।” তাঁদের বক্তব্য, “২৩ জনের মৃত্যুর কথা বলে দেওয়া হচ্ছে। কিন্তু এটার আরও ডিটেইলস তথ্য দেওয়া দরকার। কারণ আগের মাসেও এরকম মৃত্যু হয়েছে। র্যানডম বলে দেওয়া যায় না। রোগী দেখা হচ্ছে। সিনিয়র ডাক্তাররা অক্লান্ত পরিশ্রম করছেন। সমস্ত রোগীকেই দেখা হচ্ছে।”
আন্দোলনকারীদের বক্তব্য, “বিচারের জন্যই আমাদের লড়াই। আজকের শুনানিতে মনে হচ্ছে, আরও অনেক সময় লাগবে। আগামী দিনে জানি না কত সময় অপেক্ষা করতে হবে। এদিনের শুনানিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলতে পারি আমরা হতাশ। আলো দেখতে পারছি না।”
কাজে যোগ দেওয়ার বিষয়ে আন্দোলনকারীরা জানিয়েছেন, “জিবি মিটিং হবে। তারপর বিভিন্ন কলেজের মধ্যে মিটিং হবে। তারপর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ জানানো হবে। মিটিংয়ের পরই পদক্ষেপ।”
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)