Special Train in Kali Puja: কালীপুজোয় রাতভর ঠাকুর দেখার প্ল্যান? দেখে নিন কোন কোন স্পেশ্যাল ট্রেন চালাচ্ছে রেল

Sayanta Bhattacharya | Edited By: জয়দীপ দাস

Oct 26, 2024 | 4:47 PM

Special Train in Kali Puja: শিয়ালদহ-ডানকুনির মধ্যে চলবে একজোড়া স্পেশ্যাল ট্রেন। ৩১ তারিখ রাত সাড়ে এগারোটায় এই স্পেশ্যাল ট্রেন ছাড়বে শিয়ালদহ থেকে। ১ তারিখ রাত ১২টা ১৫ মিনিটে ডানকুনি পৌঁছানোর কথা। ওইদিন রাতেই ট্রেনটি আবার ১২টা ২৫ মিনিটে ডানকুনি থেকে শিয়ালদহের উদ্দেশ্যে যাত্রা করবে।

Special Train in Kali Puja: কালীপুজোয় রাতভর ঠাকুর দেখার প্ল্যান? দেখে নিন কোন কোন স্পেশ্যাল ট্রেন চালাচ্ছে রেল
প্রতীকী ছবি
Image Credit source: Getty Images

Follow Us

কলকাতা: দুর্গাপুজোয় চলেছিল, এবার কালীপুজোতেও চলবে স্পেশ্যাল ট্রেন। এদিন বিবৃতি দিয়ে সে কথা জানিয়ে দিল পূর্ব রেল। প্রসঙ্গত, কলকাতা তো বটেই, বারাসতের মতো একাধিক জায়গায় বেশ জাঁকজমকের সঙ্গেই হয় কালীপুজো। তাই ভিড় সামাল দিতেই অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত বলে জানাচ্ছে রেল। ৩১ অক্টোবর ও ১ নভেম্বর বৃহস্পতিবার ও শুক্রবার শিয়ালদহ ডিভিশনে চলবে ৮টি স্পেশ্যাল ট্রেন। যাত্রীদের সুবিধার্থে প্রতিটা ট্রেনই থামবে সব স্টেশনে। 

শিয়ালদহ-ডানকুনির মধ্যে চলবে একজোড়া স্পেশ্যাল ট্রেন। ৩১ তারিখ রাত সাড়ে এগারোটায় এই স্পেশ্যাল ট্রেন ছাড়বে শিয়ালদহ থেকে। ১ তারিখ রাত ১২টা ১৫ মিনিটে ডানকুনি পৌঁছানোর কথা। ওইদিন রাতেই ট্রেনটি আবার ১২টা ২৫ মিনিটে ডানকুনি থেকে শিয়ালদহের উদ্দেশ্যে যাত্রা করবে। শিয়ালদহ পৌঁছাবে ১টা বেজে ৫ মিনিটে। আরও একটি স্পেশ্যাল ট্রেন চলছে শিয়ালদহ-রানাঘাট শাখায়। শিয়ালদহ থেকে ট্রেনটি ১২টা ৪০ মিনিটে ছেড়ে ১ তারিখ রাত আড়াইটেয় রানাঘাট পৌঁছাবে। অন্যদিকে ৩১ তারিখ রাত ১১টা ৪৫ মিনিটে একটি ট্রেন রানাঘাট থেকে ছেড়ে রাত ১টা ৪০ মিনিটে শিয়ালদহে পৌঁছাবে। 

অন্যদিকে শিয়ালদহ-বারসত রুটেও থাকছে স্পেশ্যাল ট্রেন। ১ তারিখ শিয়ালদহ থেকে রাত ১২টা ১০ মিনিটে ছেড়ে রাত ১২টা ৫৫ মিনিটে বারাসাতে পৌঁছাবে। আবার সেই ট্রেন বারাসাত থেকে রাত ১টা ১০ মিনিটে ছেড়ে ১টা ৫৫ নাগাদ শিয়ালদহ ঢুকছে। একই ছবি বারুইপুরের ক্ষেত্রেও। ১ তারিখ রাত সাড়ে ১২টায় একটি ট্রেন ছাড়বে। ওইদিন রাতেই সেটি ১টা ১৫ মিনিটে বারুইপুরে পৌঁছাবে। সেই ট্রেনই আবার ১টা ২৫ মিনিটে বারুইপুর থেকে শিয়ালদহের উদ্দেশ্যে ছেড়ে আসবে। শিয়ালদহ ঢুকবে রাত ২টো ১০ মিনিটে। 

Next Article