Weather Update: শনি-রবিতে বৃষ্টি বেশ কয়েক জেলায়, সোম থেকে তাপপ্রবাহ কোন কোন জেলাতে
Weather Update: এবার আবার নির্ধারিত সময়ের একদিন আগে কেরলে ঢুকছে বর্ষা। সাধারণত ১ জুন ভারতের মূল ভূখণ্ডে পা রাখে বর্ষা। এবার ঢুকছে ৩১ মে। অন্যদিকে কলকাতায় সাধাণত ১১ জুন নাগাদ ঢোকে বর্ষা। তবে এবার কবে ঢুকবে তা নির্ভর করছে কেরলে পা রাখার পরের গতিবিধির উপর।
কলকাতা: স্বস্তির দিন শেষ! ধীরে ধীরে পারদের ঊর্ধ্বমুখী গ্রাফ দেখে সেই আশঙ্কা করেছিলেন আবহাওয়াবিদরা। এবার ফের তাপপ্রবাহের সতর্কতা দক্ষিণবঙ্গে। সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও গরম বাড়বে বলে জানাচ্ছে হাওয়া অফিস। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস।
সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ঘোরাফেরা করছে ৪৭ থেকে ৮৫ শতাংশের আশপাশে। এদিকে এবার আবার নির্ধারিত সময়ের একদিন আগে কেরলে ঢুকছে বর্ষা। সাধারণত ১ জুন ভারতের মূল ভূখণ্ডে পা রাখে বর্ষা। এবার ঢুকছে ৩১ মে। অন্যদিকে কলকাতায় সাধাণত ১১ জুন নাগাদ ঢোকে বর্ষা। তবে এবার কবে ঢুকবে তা নির্ভর করছে কেরলে পা রাখার পরের গতিবিধির উপর। আবহাওয়াবিদরা বলছেন, আপাতত বঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিই ভরসা। এদিনও উত্তরবঙ্গের ও পশ্চিমের দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে। রবিবার আবার বীরভূম, বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস বলছে, চলতি সপ্তাহেই পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি পার করে যাবে। আগামী শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের চার জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমান তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে।