Ration Scam: ভুয়ো রেশন কার্ডের মাধ্যমে কত কোটির দুর্নীতি? জানতে খাদ্য দফতরে চিঠি ED-র
Ration Scam: এর আগে বিরোধীদের তরফ থেকে অভিযোগ করা হয়েছিল, বায়োমেট্রিক চালু হওয়ার পর বাতিল রেশন কার্ড দিয়েও রেশনের খাদ্যসামগ্রী তোলা হয়েছিল। আর সেই খাদ্যসামগ্রী তুলে চড়া দামে তা বাইরে বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ।

কলকাতা: ফের রেশনদুর্নীতিকাণ্ডে কোমর বাঁধছে ইডি। ভুয়ো রেশন কার্ডের মাধ্যমে কত কোটির দুর্নীতি, সেটাই জানতে তৎপর কেন্দ্রীয় এজেন্সি। খাদ্য দফতর থেকে বাতিল রেশন কার্ডের তথ্য চাইলেন কেন্দ্রীয় তদন্তকারীরা। ২০১৮-২০২৪ সাল পর্যন্ত কত রেশন কার্ড বাতিল করা হয়েছে, সেই তথ্য চাওয়া হয়েছে। বায়োমেট্রিক পদ্ধতি চালু হওয়ার পর থেকে কত রেশন কার্ড বাতিল হয়েছে, সেটাও তদন্তকারীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূত্রের খবর, বেশ কিছু আগেই ইডি-র তরফ থেকে খাদ্য দফতরে চিঠি পাঠানো হয়েছে। তবে এখনও পর্যন্ত খাদ্য দফতরের তরফ থেকে কোনও উত্তর দেওয়া হয়নি বলে খবর। জানা যাচ্ছে, এই প্রথম বাতিল রেশন কার্ড নিয়ে তথ্য চাইল ইডি।
এর আগে বিরোধীদের তরফ থেকে অভিযোগ করা হয়েছিল, বায়োমেট্রিক চালু হওয়ার পর বাতিল রেশন কার্ড দিয়েও রেশনের খাদ্যসামগ্রী তোলা হয়েছিল। আর সেই খাদ্যসামগ্রী তুলে চড়া দামে তা বাইরে বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। ইডি মূলত জানতে চাইছে, কত এরকম ভুয়ো রেশন কার্ড হোল্ডার ছিলেন, সেই সংখ্যাটা যদি জানাতে পারে খাদ্য দফতর, তাহলে কত রেশন সামগ্রী বেনিয়মে তোলা হয়েছিল, তা বোঝা যাবে।
ইডি-র তরফ থেকে এটা অত্যন্ত বড় পদক্ষেপ। এখন দেখার খাদ্য দফতরের তরফ থেকে আদৌ কবে সে তথ্য দেওয়া হয়।





