Reclaim the Night: মোমবাতি-মশালে মানবসাগরের কোলাহল রাজপথে

| Updated on: Sep 09, 2024 | 1:01 AM

Reclaim the Night: গত ৯ অগস্ট আরজি করের সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল ডাক্তারি পড়ুয়ার দেহ। আগামিকাল ৯ সেপ্টেম্বর। এক মাস পার। সোমবার ৯ তারিখই সুপ্রিম কোর্টে রয়েছে আরজি কর মামলার শুনানি। এই মামলার দ্বিতীয় শুনানি এদিন। তার আগে দিকে দিকে রাত দখলে নারী-পুরুষ নির্বিশেষে।

Reclaim the Night: মোমবাতি-মশালে মানবসাগরের কোলাহল রাজপথে
অন্ধকারের উৎস হতে...। Image Credit source: TV9 Bangla

রবিবার ফের রাত দখলে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলার মানুষ। দাবি একটাই, ‘বিচার চাই’। ইতিমধ্যেই একজন গ্রেফতার হয়েছেন এই ঘটনায়। তবে এই একজনই কি এমন নৃশংস ঘটনার নেপথ্যে নাকি হাত আছে আরও, তার জবাব চাইছে গোটা রাজ্য, গোটা দেশ। গত ৯ অগস্ট আরজি করের সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল ডাক্তারি পড়ুয়ার দেহ। আগামিকাল ৯ সেপ্টেম্বর। এক মাস পার। সোমবার ৯ তারিখই সুপ্রিম কোর্টে রয়েছে আরজি কর মামলার শুনানি। এই মামলার দ্বিতীয় শুনানি এদিন। তার আগে দিকে দিকে রাত দখলে নারী-পুরুষ নির্বিশেষে।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 09 Sep 2024 01:00 AM (IST)

    তিলোত্তমাকে স্মরণ আরজি করে

  • 09 Sep 2024 12:59 AM (IST)

    আরজি করে চলছে প্রতিবাদ

  • 08 Sep 2024 11:16 PM (IST)

    ‘শিরদাঁড়া সোজা রাখুন’

  • 08 Sep 2024 11:13 PM (IST)

    পথে প্রতিবাদ

    ‘বিচার যতই থমকে রবে, গর্জন ততই তীব্র হবে’। তিলোত্তমাকাণ্ডের ১ মাস পার। বিচার চেয়ে পথে মেদিনীপুর মেডিক্যাল কলেজের আন্দোলনরত ডাক্তাররা। মেদিনীপুর শহরের নানুরচক এলাকায় প্রতিবাদে সামিল হন তাঁরা।

  • 08 Sep 2024 09:56 PM (IST)

    ১৪ কিমি দীর্ঘ মানববন্ধন

    উত্তর ২৪ পরগনার পানিহাটিতে তিলোত্তমার বাড়ি থেকে আরজি কর হাসপাতাল পর্যন্ত মানববন্ধন চলছে। ১৪ কিলোমিটার দীর্ঘ পথে হাজার হাজার মানুষ হাতে হাত রেখে দাঁড়িয়ে। সবিস্তারে পড়ুন: ১৪ কিমি পথজুড়ে মানববন্ধন, পথে পথে শুধুই মানুষের গর্জন…

  • 08 Sep 2024 09:55 PM (IST)

    বিচারের দাবি রং-তুলিতে

  • 08 Sep 2024 09:16 PM (IST)

    প্রতিবাদে মৃৎশিল্পীরা

    রং তুলির প্রতিবাদে কুমোরটুলিতে আছেন সনাতন দিন্দা। শহরের বহু নামকরা পুজো কমিটির দুর্গাপ্রতিমা গড়েন তিনি। আরজি করকাণ্ডেও অভিনব প্রতিবাদ।

  • 08 Sep 2024 08:20 PM (IST)

    সিডনি-অকল্যান্ডেও প্রতিবাদ

    আরজি করের প্রতিবাদের ঢেউ দেশকালের সীমা ছাড়িয়ে বিশ্বজুড়ে। সিডনি থেকে অকল্যান্ড, জোহানেসবার্গ থেকে টোকিও―সর্বত্র প্রতিবাদের ঢেউ।

  • 08 Sep 2024 07:07 PM (IST)

    ‘মেঘের আড়ালে যারা তাদের বিচার হোক’

    এদিন প্রতিবাদে সামিল তিলোত্তমার দাদা বলেন, “মনে বল পেয়েছি। আমরা বিচারের দাবি জানাচ্ছি। ৯ তারিখের ঘটনা সবাই দেখেছেন। যে হাসপাতালে এই ঘটনা ঘটেছে, সেখানে পোস্টমর্টেম হল। যারা মেঘের আড়ালে আছে তাদের বিচার হোক।’

  • 08 Sep 2024 07:05 PM (IST)

    রিক্সা নিয়ে প্রতিবাদ

    হেদুয়ায় মিছিলে রিক্সা চালকরা। তাঁরা টানা রিক্সা নিয়ে পথে নেমেছেন আজ। অন্যদিকে রাসবিহারীতে প্রতিবাদে বিশ্বভারতীর প্রাক্তনীরা।

  • 08 Sep 2024 07:02 PM (IST)

    কুমোরটুলিতে মৃৎশিল্পীদের মিছিল

    টালিগঞ্জে আবারও কলাকুশলীদের মিছিল। এনআরএস থেকে মিছিল করছেন চিকিৎসকরা। গড়িয়াহাটে মিছিল ৪৯টি স্কুলের প্রাক্তনীদের। কুমোরটুলিতে প্রতিবাদ মিছিলে মৃৎশিল্পীরা।

Published On - Sep 08,2024 6:54 PM

Follow Us: