RG Kar-এ রহস্যমৃত্যুর লম্বা ইতিহাস: মাদক, পর্ন চক্র, সেক্স ব়্যাকেটের গুচ্ছ গুচ্ছ অভিযোগ!
RG Kar mystery deaths: আরজি কর মেডিকেল কলেজে তিলোত্তমা কাণ্ডর মতো রহস্যজনক মৃত্যুর ঘটনা এই প্রথম ঘটল না। বস্তুত এই মেডিক্যাল কলেজে বারংবারই এই ধরনের ঘটনা রয়েছে। কখনও ছাত্র, কখনও অধ্যাপক, কখনও হউস স্টাফদের মৃত্যু হয়েছে রহস্যজনক পরিস্থিতিতে। কখনও হাসপাতালে পর্নোগ্রাফি চক্র চলার অভিযোগ উঠেছে। কখনও উঠেছে মাদক চক্র, কখনও পতিতাবৃত্তি চলার মতো গুরুতর অভিযোগও।

কলকাতা: ৩১ বছর বয়সী স্নাতকোত্তর প্রশিক্ষণার্থী মহিলা ডাক্তারের ধর্ষণ এবং হত্যা অভিযোগকে কেন্দ্র করে দেশব্যাপী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এই ঘটনার ন্যায়বিচার চেয়ে সরব হয়েছেন গোটা দেশের চিকিৎসক মহল, শুভবুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষ। তবে, এই ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে কিছু রহস্যেরও। সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে এই ঘটনার সম্ভাব্য আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে। তবে, মৃতার পরিবারবর্গ-সহ বহু মানুষেরই ধারণা, এর পিছনে অন্য কোনও কাহিনি রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে তাদের আড়াল করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। তবে, আরজি কর মেডিকেল কলেজে এই ধরনের রহস্যজনক মৃত্যুর ঘটনা এই প্রথম ঘটল না। বস্তুত এই মেডিক্যাল কলেজে বারংবারই এই ধরনের ঘটনা রয়েছে। কখনও ছাত্র, কখনও অধ্যাপক, কখনও হাউস স্টাফদের মৃত্যু হয়েছে রহস্যজনক পরিস্থিতিতে। কখনও হাসপাতালে পর্নোগ্রাফি চক্র চলার অভিযোগ উঠেছে। কখনও উঠেছে মাদক চক্র, কখনও পতিতাবৃত্তি চলার মতো গুরুতর অভিযোগও। তিলোত্তমার ঘটনায় সেই সব কালো ঘটনাো ফের ইতিহাসের পাতা থেকে উঠে এসেছে সামনে – ...





