Salt Lake: সল্টলেকে আবাসনের নীচ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার লরেটোর ছাত্রীর দেহ!
Salt Lake: গত ২৯ শে জুন সল্টলেকের বিসি ব্লকের সরকারি আবাসনের নীচ থেকে রক্তাক্ত অবস্থায় সপ্তম শ্রেণির ছাত্রীকে উদ্ধার করা হয়। পুলিশ সূত্র মারফত খবর, চার তলার ছাদ থেকে আত্মহননের চেষ্টা করে থাকতে পারে ছাত্রী। প্রাথমিক তদন্তের ভিত্তিতে তেমনটাই জানায় পুলিশ।

কলকাতা: আবাসনের নীচ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার লরেটো স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী। সল্টলেকের বিসি ব্লকে সরকারি আবাসনের নীচ থেকে তাঁকে উদ্ধার করা হয়। বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে ছাত্রীকে মৃত বলে ঘোষণা চিকিৎসকদের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রীর নাম অদ্রিজা সেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। পরিবারের দাবি, আত্মহত্যা করতে পারে না অদ্রিজা। তদন্তে নেমেছে উত্তর বিধান নগর থানার পুলিশ।
গত ২৯ শে জুন সল্টলেকের বিসি ব্লকের সরকারি আবাসনের নীচ থেকে রক্তাক্ত অবস্থায় সপ্তম শ্রেণির ছাত্রীকে উদ্ধার করা হয়। পুলিশ সূত্র মারফত খবর, চার তলার ছাদ থেকে আত্মহননের চেষ্টা করে থাকতে পারে ছাত্রী। প্রাথমিক তদন্তের ভিত্তিতে তেমনটাই জানায় পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য আরজিকর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরেই বোঝা যাবে মৃত্যুর সঠিক কারণ।
ওই ছাত্রীর বাবা অবসরপ্রাপ্ত শিক্ষা দফতরের ডিআই। তার মা সটলেকে একটি স্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষিকা। গত ২৯ তারিখ মায়ের সঙ্গে বেড়াতে গিয়েছিল অদ্রিজা। মায়ের সঙ্গে মুড়ি এবং সিঙ্গারা খেতে খেতে খুনসুটিও করে। বাবা সেই সময় বাজারে বেরিয়েছিলেন। তারপরের ৩০ মিনিটের ব্যবধান। তারমধ্যেই এই ধরনের ঘটনা বলে জানা গিয়েছে। তাই মেয়ের আত্মহত্যার বিষয়টি মেনে নিতে পারছে না পরিবার।
উত্তর বিধান নগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সিসিটিভি না থাকায় তদন্তে খানিকটা বেগ পেতে হচ্ছে তদন্তকারী আধিকারিকদের। পারিপার্শ্বিক তথ্য-প্রমাণ সংগ্রহ করেছে। পুলিশ ইতিমধ্যে ছাত্রীর ফোন ও ডায়েরি বাজেয়াপ্ত করা হয়েছে।

