SSC Recruitment Scam: ২৫০০০ চাকরি বাতিল হওয়ার পরই সুপ্রিম কোর্টে যাচ্ছে SSC

SSC Recruitment Scam: ২০১৬ সালের এসএসসি-র পুরো প্যানেল বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। ফলে, মোট ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল হয়েছে। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টে দ্বারস্থ হচ্ছে এসএসসি।

SSC Recruitment Scam: ২৫০০০ চাকরি বাতিল হওয়ার পরই সুপ্রিম কোর্টে যাচ্ছে SSC
সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে এসএসসিImage Credit source: GFX- TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Apr 23, 2024 | 8:14 PM

কলকাতা: যোগ্য বা অযোগ্য বলে কোনও নির্দিষ্ট সংখ্যা দেওয়া হয়নি। স্কুল সার্ভিস কমিশনের ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। এবার সেই মামলায় সুপ্রিম কোর্টে যাচ্ছে এসএসসি। আগামিকাল, বুধবারই তারা শীর্ষ আদালতে যাচ্ছে বলে সূত্রের খবর। ‘যোগ্য’ চাকরি প্রাপকদের হয়ে সওয়াল করবে এসএসসি। শুধুমাত্র কমিশন নয়, রাজ্য সরকার, চাকরিহারা প্রার্থীরাও শীর্ষ আদালতের দ্বারস্থ হবেন বলে সূত্রের খবর।

স্কুল সার্ভিস কমিশনের দাবি, গত বছরের ২০ ডিসেম্বর ও চলতি বছরের ৫ জানুয়ারি হলমনামা দিয়ে আদালতকে যোগ্য-অযোগ্যের সংখ্যা দেওয়া হয়েছিল। সেই হলফনামা নিয়েই সুপ্রিম কোর্টে যাচ্ছে এসএসসি।

কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শাব্বর রশিদির ডিভিশন বেঞ্চ সোমবার ২০১৬ সালের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করার নির্দেশ দিয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে, এসএসসি প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরও যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের ১২ শতাংশ সুদ-সহ বেতন ফেরত দিতে হবে। চার সপ্তাহের মধ্যে বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

হাইকোর্ট আরও বলেছে, লোকসভা ভোটের ফল প্রকাশের পর ১৫ দিনের মধ্য়ে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে এসএসসি। আর এরই মধ্যে ফের মামলা গড়াল সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়ার পরই হাইকোর্টে বিশেষ বেঞ্চ তৈরি করে এই মামলার শুনানি হয়।