Vaishakh Shivratri 2024: মাসিক শিবরাত্রিতে অলৌকিক কাণ্ড! ভাগ্য জ্বল জ্বল করবে এই ৪ রাশির
Shivratri of Vaishakh: জ্যোতিষমতে, এদিন প্রীতি যোগ ও আয়ুষ্মান যোগও গঠিত হতে চলেছে। ফলে এদিন শিবভক্তদের জন্য একটি বিশেষ ও আলাদা করে তুলেছে। জ্যোতিষশাস্ত্র মতে, মাসিক শিবরাত্রির নিশিতা পুজোর শুভ সময় হল রাত ১১:৫৬ মিনিট থেকে দুপুর ১২:৩৯ পর্যন্ত। শিবরাত্রির মতো শুভ দিনে কর্কট ও সিংহ রাশি-সহ ৪ রাশির জাতকদের জন্য শুভ হতে চলেছে। আপনি সেই রাশির তালিকায় পড়েন কিনা তা দেখে নিন এখানে...
একে মাসিক শিবরাত্রি, তার উপর আবার পড়েছে সোমবার। সোমবার হল ভোলেবাবার দিন। বৈশাখ মাসের মাসিক শিবরাত্রি পালিত হবে আগামী ৬ মে। অর্থাত্ সোমবার। বাবার দিনেই মাসিক শিবরাত্রি পালিত জহওয়ায় এক অলৌকিক ঘটনা যে ঘটতেই চলেছে তা বলাই বাহুল্য। জ্যোতিষমতে, এদিন প্রীতি যোগ ও আয়ুষ্মান যোগও গঠিত হতে চলেছে। ফলে এদিন শিবভক্তদের জন্য একটি বিশেষ ও আলাদা করে তুলেছে। জ্যোতিষশাস্ত্র মতে, মাসিক শিবরাত্রির নিশিতা পুজোর শুভ সময় হল রাত ১১:৫৬ মিনিট থেকে দুপুর ১২:৩৯ পর্যন্ত। শিবরাত্রির মতো শুভ দিনে কর্কট ও সিংহ রাশি-সহ ৪ রাশির জাতকদের জন্য শুভ হতে চলেছে। আপনি সেই রাশির তালিকায় পড়েন কিনা তা দেখে নিন এখানে…
কর্কট রাশি: বৈশাখের মাসিক শিবরাত্রির দিনে কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত ভালো হতে চলেছে। এদিন কিছু নতুন কাজ শুরু করতে পারেন। যেমন ব্যবসায় একটি নতুন পরিকল্পনা নিয়ে কাজ করতে পারেন। তাতে আপনি লাভবানই হবেন। ধার দেওয়া টাকাপয়সাও হাতে আসতে পারে আপনার। রয়েছে অর্থযোগও।
সিংহ রাশি: মাসিক শিবরাত্রির দিন এই রাশির জাতকদের জন্য শুভ হতে চলেছে। নতুন গাড়ি কিনতে পারেন। প্রেম জীবনের জন্যও দিনটি দারুণ। শিক্ষার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জীবনেও আসবে আনন্দের বন্যা। সময় ভালো যাবে। এই দিন কিছু দান করতে পারেন।
মকর রাশি: মাসিক শিবরাত্রির দিনটি এই রাশির জাতকদের জন্য উপকারী। এদিনে ব্যবসায় কোনও নতুন প্রকল্পের সুবিধা পেতে পারেন।সময় কাটবে আনন্দে ও শান্তিতে। ঋণ নিতে চাইলে এদিনই নিতে পারেন, সফল হবেন আপনি।
কুম্ভ রাশি: মাসিক শিবরাত্রির দিন সুখবর পেতে পারেন। দীর্ঘদিন ধরে চাকরির জন্য হত্যে হয়ে থাকলে আর চিন্তা করার দরকার নেই। নতুন চাকরির খবর পেতে পারেন। বাড়ির প্রবীণদের স্বাস্থ্যের যত্ন নিন।