পাটুলি: বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে জখম হল তিন কিশোর। এই ঘটনা ঘটল খাস কলকাতায়। পাটুলি থানা থেকে ১০০ মিটার দূরে একটি খেলার মাঠে শুক্রবার ঘটনাটি ঘটে। জখম কিশোরদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মধ্যে এক কিশোরের অবস্থা গুরুতর হওয়ায় তাকে এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, এদিন সকালে পাটুলি থানা থেকে ১০০ মিটার দূরে একটি খেলার মাঠে খেলছিল ৩ কিশোর। বল ভেবে তারা একটি বোমা তুলে নেয়। তখন বোমাটি ফেটে যায়। জখম হয় তিন কিশোর। ঘটনার পর জায়গাটি ঘিরে দেয় পাটুলি থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে তারা। পুলিশ কুকুর দিয়ে মাঠে তল্লাশি চালানো হয়। এসেছে বম্ব স্কোয়াডও।
স্থানীয় বাসিন্দারা বলছেন, “গরম পড়লে আমরা মাঠে এসে বসি। কোনওদিনও এমন হয়নি। এই প্রথম এরকম কোনও ঘটনা ঘটল।” ঘটনায় তাঁরা যথেষ্ট আতঙ্কিত বলে স্থানীয় মহিলারা জানান।
এই ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। তিনি বলেন, “এতদিন মালদা, ভাঙড়ে বল ভেবে বোমা খেলতে গিয়ে বিস্ফোরণের কথা শুনেছি। কিন্তু, কলকাতায়ও এবার একই ঘটনা ঘটল। পাটুলি পর্যন্ত পৌঁছে গিয়েছে। এরপর লালবাজারের দরজায়ও এবার বোমা বিস্ফোরণ হলে অবাক হওয়ার কিছু থাকবে না।”