AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Legislative Assembly: ২৫ নভেম্বর থেকে বিধানসভায় শীতকালীন অধিবেশন, ১০০ দিনের কাজ থেকে আবাস নিয়ে বড় পদক্ষেপের আভাস

Legislative Assembly: প্রসঙ্গত, রবিবার শহরে এসে অমিত শাহ বলেছিলেন বিজেপিকে ক্ষমতায় আনুন, আমরা একশো দিনের কাজের পাই পয়সার হিসাব দেব। তারমধ্যে এ প্রস্তাবই নিঃসন্দেহে যে বিশেষ তাৎপর্যপূরণ তা আর বলার অপেক্ষা রাখে না।

Legislative Assembly: ২৫ নভেম্বর থেকে বিধানসভায় শীতকালীন অধিবেশন, ১০০ দিনের কাজ থেকে আবাস নিয়ে বড় পদক্ষেপের আভাস
ফাইল ফোটোImage Credit: Facebook
| Edited By: | Updated on: Oct 31, 2024 | 11:29 PM
Share

কলকাতা: শীঘ্রই শুরু হবে শীতকালীন অধিবেশন। জল্পনা চলছিল এমনটা। কিন্তু, কবে থেকে সেই তারিখ জানা যাচ্ছিল না। সূত্রের খবর, যা ঠিক হয়েছে তাতে জানা যাচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে বিধানসভায় শীতকালীন অধিবেশনে শুরু হতে চলেছে। যেখানে আবাস যোজনা নিয়ে কেন্দ্রীয় বঞ্চনা আর রাজ্য সরকারের ইতিবাচক ভূমিকা নিয়ে প্রস্তাব আনবে রাজ্য সরকার। সেই সঙ্গে ১০০ দিনের কাজে কেন্দ্রীয় বঞ্চনা নিয়েও প্রস্তাব আনবে রাজ্য সরকার। 

প্রসঙ্গত, রবিবার শহরে এসে অমিত শাহ বলেছিলেন বিজেপিকে ক্ষমতায় আনুন, আমরা একশো দিনের কাজের পাই পয়সার হিসাব দেব। তারমধ্যে এ প্রস্তাবই নিঃসন্দেহে যে বিশেষ তাৎপর্যপূরণ তা আর বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে আবাস যোজনার সমীক্ষা ঘিরেও রাজ্যের বিভিন্ন প্রান্তে লাগাতার বিক্ষোভ চলছে। তারপরে সেই সমীক্ষা থেকে উঠে আসা রিপোর্ট তা পুনরায় মূল্যায়ন নির্দেশও দিয়েছে নবান্ন। 

এহেন আবহের মধ্যেই সেই বিষয় নিয়ে রাজ্য সরকারের সদর্থক ভূমিকা এবার বিধানসভার খাতাতেও তুলে রাখতে চাইছে রাজ্যের শাসক দল। তাই এই প্রস্তাব বলে মত ওয়াকিবহাল মহলের। আপাতত স্থির হয়েছে সাত থেকে দশ দিন চলবে এই অধিবেশন। শেষ বিধানসভার অধিবেশনে অপরাজিতা বিল পাশ হয়েছিল। যদিও তা এখনও আইন হয়নি। রাষ্ট্রপতির কাছে সেই বিল পড়ে রয়েছে। তা নিয়ে এবার অধিবেশনে ফের নতুন কোনও কথা ওঠে কিনা সেদিকে নজর রাজনৈতিক মহলের।