Kolkata in Kali Puja: রাত যত গভীর হচ্ছে ততই বাড়ছে শব্দ দানবের তাণ্ডব, কলকাতার সূচক দু’শোর গণ্ডি ছুঁইছুঁই
Kolkata in Kali Puja: তথ্য বলছে, কলকাতায় সন্ধ্যা ৭ টায় ছিল ১২৫। কিন্তু রাত যত গভীর হয়েছে ততই আরও খারাপ হয়েছে অবস্থা। ৮ টায় বাতাসের মানসূচক দাঁড়িয়েছে ১৪৯। ৯ টায় তা ছুঁয়ে ফেলে ১৮৫-র গণ্ডি। সাড়ে ৯টা তা ১৯০ এ পৌঁছে যায়।
কলকাতা: রাত যত গভীর হচ্ছে ততই বাড়ছে শব্দ দানবের লাফালাফি। ভয়াবহ অবস্থা কলকাতার। বাতাসে মানসূচক প্রায় ২০০ ছুঁইছুঁই। তথ্য বলছে, শুধু মাত্র রাত ৯ টায় বাতাসের মানসূচক দাঁড়িয়েছে ১৮৫। যা অত্যন্ত অস্বাস্থ্যকর বলে জানাচ্ছেন পরিবেশবিদরা। তথ্য বলছে কলকাতার মধ্যে সবথেকে খারাপ অবস্থা রবীন্দ্র সরোবরের। সেখানে বাতাসের মানসূচক ১৮৫-র গণ্ডি ছুঁয়ে ফেলেছে।
শুধু যে রবীন্দ্র সরোবরের অবস্থা এমন তা নয়। খারাপ অবস্থা ফোর্ট উইলিয়াম থেকে যাদবপুরের। শুধু ফোর্ট উইলিয়ামে বাতাসের মানসূচক দাঁড়িয়েছে ১৮২-তে। অন্যদিকে ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বরে তা ১৮২। যাদবপুর ১৮০-র গণ্ডি ছুঁয়ে ফেলেছে। ঢাকুরিয়াতে ১৭১, চেতলায় ১৬৮। কুলিয়ায় ১৬৯। ট্যাংরা চত্বরে বাতাসের মানসূচক ছুঁয়েছে ১৭৫ এর গণ্ডি। ওয়াটগঞ্জে ১৬৯। বালিগঞ্জে ১২০।
তথ্য বলছে, কলকাতায় সন্ধ্যা ৭ টায় ছিল ১২৫। কিন্তু রাত যত গভীর হয়েছে ততই আরও খারাপ হয়েছে অবস্থা। ৮ টায় বাতাসের মানসূচক দাঁড়িয়েছে ১৪৯। ৯ টায় তা ছুঁয়ে ফেলে ১৮৫-র গণ্ডি। সাড়ে ৯টা তা ১৯০ এ পৌঁছে যায়। তুলনায় হাওড়ার বিভিন্ন এলাকার অবস্থা অনেক স্বাভাবিক বলে জানা যাচ্ছে। সেখানে বাজির তাণ্ডব অনেকটাই নিয়ন্ত্রিত বলে দেখা যাচ্ছে। বালি, বেলুড় মঠ, ঘুসুড়ি-সহ বিভিন্ন অংশ যেগুলি একসময় শব্দবাজির কারণে ‘কুখ্যাত’ বলে উঠে আসত সেখানে রাত ৯টার পরিসংখ্যান বলছে বাতাসের মানসূচক ১১০ থেকে ১১৫ এর মধ্যে ঘোরাফেরা করছে।