Shamik Bhattacharya: বঙ্গ বিজেপির সভাপতির পদে শমীক? শুভেন্দুর সঙ্গে সম্পর্কের রসায়নেই ভারী পাল্লা?
Shamik Bhattacharya: বুধবার সভাপতি মনোনয়ন জমা দেওয়ার পর্বে বঙ্গ বিজেপির পর্যবেক্ষক তথা দলের সাধারণ সম্পাদক সুনীল বনশালের সঙ্গে একই বিমানে ফেরার কথা শমীকের। সভাপতি ব্যাটন তাঁর হাতে যাওয়ার চর্চার মাঝেই জেপি নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, বনশালের সঙ্গে ফেরা বাড়তি মাত্রা যোগ করেছে।

কলকাতা: আজ অর্থাৎ দুপুরেই চূড়ান্ত হবে বঙ্গ বিজেপির সভাপতির নাম! সম্ভাবনা জোরাল। সভাপতির নির্বাচনের জন্য মনোনয়ন পর্ব চলবে দুপুর দু’টো থেকে বিকাল চারটে পর্যন্ত। স্ক্রুটিনি বিকেল চারটা থেকে পাঁচটা। প্রত্যাহার করা যাবে পাঁচটা থেকে ছ’টা পর্যন্ত। মনোনয়নপত্র পরীক্ষার পর সন্ধে ছটায় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ। কিন্তু, কে হবেন বঙ্গ বিজেপির নতুন সভাপতি নাকি পুরনোতেই আস্থা? প্রশ্ন জোরাল হলেও বারবার ঘুরেফিরে আসছে কয়েকটা নাম।
সূত্রের খবর, বঙ্গ বিজেপির নয়া ক্যাপ্টেন হিসাবে শমীক ভট্টাচার্য কিছুটা এগিয়ে আছেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তাঁর দিকে ঝুঁকে রয়েছে। শমীকের সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সম্পর্কের রসায়ন এক্ষেত্রে কিছুটা সুবিধাজনক জায়গা রেখেছে রাজ্যসভার এই সদস্যকে। দিন কয়েক আগে বক্তৃতা করতে গিয়ে শুভেন্দু বলেছিলেন, দেশের ৫ সাংসদের মধ্যে শমীক ভট্টাচার্য নাম উচ্চারিত হয়। এহেন আবহের মধ্যেই দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে শমীকের সাক্ষাৎ বঙ্গ বিজেপি সভাপতি জল্পনায় বাড়তি মাত্রা যোগ করেছে।
আবার বুধবার সভাপতি মনোনয়ন জমা দেওয়ার পর্বে বঙ্গ বিজেপির পর্যবেক্ষক তথা দলের সাধারণ সম্পাদক সুনীল বনশালের সঙ্গে একই বিমানে ফেরার কথা শমীকের। সভাপতি ব্যাটন তাঁর হাতে যাওয়ার চর্চার মাঝেই জেপি নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, বনশালের সঙ্গে ফেরা বাড়তি মাত্রা যোগ করেছে। অন্যদিকে আবার সুকান্ত মজুমদারকে পুনরায় সভাপতি রেখে দেওয়ার পক্ষেও সওয়াল করেছেন কেন্দ্রীয় নেতৃত্বের কেউ কেউ। তাঁদের মতে, ভোটের আর বেশিদিন বাকি নেই। ফলে এই সময় নতুন কেউ সভাপতি হলে তাঁর ঘর গোছাতে সময় লাগবে। সে কারণে সুকান্তেই আস্থা রাখা উচিত। মত একাংশের। তবে বিজেপিতে এক ব্যক্তি এক পদ এই নীতির কারণে একটু হলেও পিছিয়ে সুকান্ত। বিজেপি শিবিরের একাংশ বলছে,, মন্ত্রিত্ব সামলে পুরোপুরি সময় দিতে পারছেন না সুকান্ত। তাই পূর্ণ সময়ের সভাপতি প্রয়োজন। আর সেক্ষেত্রে শমীককেই বাচ্ছতে চান একটি অংশ। এখন দেখার বঙ্গ বিজেপির কার কাঁধে ভর দিয়ে ছাব্বিশের ভোট বৈতরণী পার করে? অপেক্ষা কয়েক ঘণ্টার।
নির্বাচনের প্রয়োজন পড়লে বৃহস্পতিবার দুপুর বারোটায় নির্বাচন হবে। ফলাফল প্রকাশ বৃহস্পতিবার দুপুর দেড়টায়। এখনও পর্যন্ত যা খবর তাতে ভোটাভুটি হওয়ার সম্ভাবনা নেই। বৃস্পতিবার দুপুরে সায়েন্স সিটিতে সভাপতি বরণ বা অভিনন্দনের অনুষ্ঠান হবে। হ্যাঙ্গার তৈরির কাজ শেষ পর্যায়ে। দলীয় নেতৃত্ব দফায় দফায় তা পর্যবেক্ষণ করছেন।
