ভিডিয়ো: রাস্তা ভর্তি, ক্রসিংয়ে দাঁড়ানো গাড়ি থেকে নামলেন যুবক, তারপরই… মিন্টোপার্ক শুটআউটের রোমহর্ষক মুহূর্ত

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 13, 2021 | 2:05 PM

Shootout at Kolkata: দেখুন ঘটনার মুহূর্তের ছবি...

Follow Us

কলকাতা: রাতের শহর তখন জমজমাট। রাস্তা ভর্তি গাড়ি, লাইট। একটা ক্রসিং এলাকা। এক কালো গাড়ি ক্রসিংয়ে সিগন্যালে দাঁড়াল। পাশেই এসে দাঁড়াল কয়েকটা বাইক। গাড়ির দরজা খুলে এক ব্যক্তিকে সেই বাইক আরোহীদের কাছে যেতে দেখা গেল। তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা কাটাকাটি। অনান্য গাড়িগুলি তখন পাশ কাটিয়ে চলে যাচ্ছে। গাড়ি থেকে নেমে এলেন আরও এক যুবক। জটলা তখন বাড়ছে। সিগন্যালে পিছনে গাড়িগুলি আটকে রয়েছে। এখানেই বচসার সূত্রপাত। TV9 বাংলার হাতে এল রাতের কলকাতায় হাওড়ার ব্যবসায়ীকে গুলির ঘটনার প্রথম এক্সক্লুসিভ সিসিটিভি ফুটেজ।


রবিবার রাতে মিন্টো পার্কের (Minto Park) কাছে গোর্কি সদনের সামনে হাওড়ার ব্যবসায়ী পঙ্কজ সিং (Pankaj Singh)-কে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। একেবারে বলিউডি কায়দায় প্রথমে ঘিরে ফেলা হয় ব্যবসায়ীর গাড়ি। বেশ কিছুক্ষণ ধরে চলে বচসাও। এরই মধ্যে সুযোগ বুঝে পঙ্কজকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। তবে কাঁধে গুলি লাগায় প্রাণে বেঁচে গিয়েছেন ওই ব্যবসায়ী। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে সিএমআরআই হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিকল্পনামাফিক গুলি চালানো হয়েছে বলে দাবি আত্মীয় ও বন্ধুদের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

বছর ৩৮-এর পঙ্কজ সিং হাওড়ার একজন বড় ব্যবসায়ী বলে জানা গিয়েছে। হাওড়া থেকে কয়েকজন বন্ধুকে নিয়ে কোনও এক বন্ধু বাড়িতে এসেছিলেন তিনি। গাড়িতে বাড়ি ফেরার সময়ই এই ঘটনা ঘটে। গোর্কি সদনের সামনে এজেসি বোস রোড ফ্লাই ওভারের নিচে সিগন্যালের কাছে এসে দাঁড়ায় ওই ব্যবসায়ীর গাড়ি। আচমকাই সেই গাড়ি ঘিরে ফেলে চার থেকে পাঁচটি বাইক। প্রত্যেকটি বাইকে তিনজন করে ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। গাড়ি থামতেই বাইক থেকে নেমে আসে দুষ্কৃতীরা। সব মিলিয়ে অন্তত ১০-১৫ জন ছিল বলে দাবি করেছেন ব্যবসায়ীর বন্ধুরা। জানা গিয়েছে, এই ব্যবসায়ীর প্রোমোটিং সংক্রান্ত ব্যবসা সহ একাধিক ব্যবসা রয়েছে। তার জেরেই শত্রুতা বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের।

গাড়ি থাকা ব্যবসায়ীর এক বন্ধু কুশল জয়সওয়াল বলেন, বাইক থেকেই গাড়ি থামানোর চেষ্টা করছিল দুষ্কৃতীরা। তখনই তাঁরা রাস্তায় নেমে এসে জিজ্ঞেস করেন। এরপরই শুরু হয় বচসা। পঙ্কজের আর এক বন্ধুও জানান, বেশ কিছুদিন ধরেই কিছু লোকজনের সঙ্গে ব্যবসায়িক কারণে শত্রুতা তৈরি হয়েছিল। তারাই রয়েছে সন্দেহের তালিকায়।

ঘটনার মিন্টোপার্কের ক্রসিংয়ে রাস্তার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। হঠাত্ কী থেকে বচসার সূত্রপাত, তা সেই ফুটেজ থেকে খতিয়ে দেখার চেষ্টা করা হচ্ছে। অভিযুক্তদের চিহ্নিতকরণের চেষ্টাও চলছে। আক্রান্ত সুস্থ হলে তাঁর সঙ্গেও কথা বলবেন তদন্তকারীরা।

আরও পড়ুন: Weather Update: আজ এই জেলাগুলিতে ভারী বৃষ্টি, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া… জেনে নিন এখনই

আরও পড়ুন: Shootout at Kolkata: পরপর ঘিরে ফেলল পাঁচটি বাইক, খাস কলকাতায় বলিউডি কায়দায় চলল গুলি, ব্যবসায়ীর পুরনো শত্রু?

কলকাতা: রাতের শহর তখন জমজমাট। রাস্তা ভর্তি গাড়ি, লাইট। একটা ক্রসিং এলাকা। এক কালো গাড়ি ক্রসিংয়ে সিগন্যালে দাঁড়াল। পাশেই এসে দাঁড়াল কয়েকটা বাইক। গাড়ির দরজা খুলে এক ব্যক্তিকে সেই বাইক আরোহীদের কাছে যেতে দেখা গেল। তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা কাটাকাটি। অনান্য গাড়িগুলি তখন পাশ কাটিয়ে চলে যাচ্ছে। গাড়ি থেকে নেমে এলেন আরও এক যুবক। জটলা তখন বাড়ছে। সিগন্যালে পিছনে গাড়িগুলি আটকে রয়েছে। এখানেই বচসার সূত্রপাত। TV9 বাংলার হাতে এল রাতের কলকাতায় হাওড়ার ব্যবসায়ীকে গুলির ঘটনার প্রথম এক্সক্লুসিভ সিসিটিভি ফুটেজ।


রবিবার রাতে মিন্টো পার্কের (Minto Park) কাছে গোর্কি সদনের সামনে হাওড়ার ব্যবসায়ী পঙ্কজ সিং (Pankaj Singh)-কে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। একেবারে বলিউডি কায়দায় প্রথমে ঘিরে ফেলা হয় ব্যবসায়ীর গাড়ি। বেশ কিছুক্ষণ ধরে চলে বচসাও। এরই মধ্যে সুযোগ বুঝে পঙ্কজকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। তবে কাঁধে গুলি লাগায় প্রাণে বেঁচে গিয়েছেন ওই ব্যবসায়ী। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে সিএমআরআই হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিকল্পনামাফিক গুলি চালানো হয়েছে বলে দাবি আত্মীয় ও বন্ধুদের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

বছর ৩৮-এর পঙ্কজ সিং হাওড়ার একজন বড় ব্যবসায়ী বলে জানা গিয়েছে। হাওড়া থেকে কয়েকজন বন্ধুকে নিয়ে কোনও এক বন্ধু বাড়িতে এসেছিলেন তিনি। গাড়িতে বাড়ি ফেরার সময়ই এই ঘটনা ঘটে। গোর্কি সদনের সামনে এজেসি বোস রোড ফ্লাই ওভারের নিচে সিগন্যালের কাছে এসে দাঁড়ায় ওই ব্যবসায়ীর গাড়ি। আচমকাই সেই গাড়ি ঘিরে ফেলে চার থেকে পাঁচটি বাইক। প্রত্যেকটি বাইকে তিনজন করে ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। গাড়ি থামতেই বাইক থেকে নেমে আসে দুষ্কৃতীরা। সব মিলিয়ে অন্তত ১০-১৫ জন ছিল বলে দাবি করেছেন ব্যবসায়ীর বন্ধুরা। জানা গিয়েছে, এই ব্যবসায়ীর প্রোমোটিং সংক্রান্ত ব্যবসা সহ একাধিক ব্যবসা রয়েছে। তার জেরেই শত্রুতা বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের।

গাড়ি থাকা ব্যবসায়ীর এক বন্ধু কুশল জয়সওয়াল বলেন, বাইক থেকেই গাড়ি থামানোর চেষ্টা করছিল দুষ্কৃতীরা। তখনই তাঁরা রাস্তায় নেমে এসে জিজ্ঞেস করেন। এরপরই শুরু হয় বচসা। পঙ্কজের আর এক বন্ধুও জানান, বেশ কিছুদিন ধরেই কিছু লোকজনের সঙ্গে ব্যবসায়িক কারণে শত্রুতা তৈরি হয়েছিল। তারাই রয়েছে সন্দেহের তালিকায়।

ঘটনার মিন্টোপার্কের ক্রসিংয়ে রাস্তার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। হঠাত্ কী থেকে বচসার সূত্রপাত, তা সেই ফুটেজ থেকে খতিয়ে দেখার চেষ্টা করা হচ্ছে। অভিযুক্তদের চিহ্নিতকরণের চেষ্টাও চলছে। আক্রান্ত সুস্থ হলে তাঁর সঙ্গেও কথা বলবেন তদন্তকারীরা।

আরও পড়ুন: Weather Update: আজ এই জেলাগুলিতে ভারী বৃষ্টি, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া… জেনে নিন এখনই

আরও পড়ুন: Shootout at Kolkata: পরপর ঘিরে ফেলল পাঁচটি বাইক, খাস কলকাতায় বলিউডি কায়দায় চলল গুলি, ব্যবসায়ীর পুরনো শত্রু?

Next Article