SI: ‘আমি আসলে অনেক কিছুই জেনে গিয়েছি…’, OC বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে নাদিয়াল থানার সামনে ধরনায় মহিলা SI

SI: নাদিয়াল থানা সূত্রে খবর, ওসির তরফ থেকে একটা রিপোর্ট ডিসিকে পাঠানো হয়। এরপর  এসআই ওসির নির্দেশ অমান্য করেন। তারপর এসআই সোমাকে ক্লোজ করা হয় এবং পুলিশের অন্য মহিলা বিভাগে বদলি করা হয়।

SI: 'আমি আসলে অনেক কিছুই জেনে গিয়েছি...', OC বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে নাদিয়াল থানার সামনে ধরনায় মহিলা SI
এসআই সোমা তরফদারImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 31, 2024 | 4:32 PM

কলকাতা: নাদিয়াল থানার সামনে ধর্নায় খোদ মহিলা এসআই। ওসির বিরুদ্ধে দুর্ব্যবহার করার অভিযোগ। বারাকের ঘর নিয়ে ওসির সঙ্গে গন্ডগোল। বারবার বলা সত্ত্বেও ওই এসআই ঘর ছাড়েননি বলে পুলিশ সূত্রে খবর। নির্দেশ অমান্য করায় সোমা তরফদার নামে ওই এসআই-কে ক্লোজ করা হয়। ছুটিতে গেলে বারাকের ঘর দখল হয়ে যায় বলে পাল্টা অভিযোগ তুলেছিলেন ওই এসআই। তারপরই ছুটি থেকে ফিরে এসে থানার সামনে ধরনায় বসেছেন ওই মহিলা এসআই। ঘটনাকে ঘিরে উত্তেজনা।

এসআই সোমার বক্তব্য, “নাদিয়াল থানায় দেড় বছর এসেছি। আমি নাদিয়াল থানার সমস্ত ভিতরের খবর জেনে যাচ্ছি বলে ওসি আমার সঙ্গে শত্রুতা করছেন। আমাকে নানারকম দোষ দিচ্ছেন। আমাকে মেইল করে বলছে, আপনার কাগজ এসেছে, আমাকে ক্লোজ করা হচ্ছে। আমি বলেছিলাম, ডিআরও ক্লোজড হব না।” ইতিমধ্যেই গোটা বিষয়টি ওই মহিলা এসআই হেড কোয়ার্টার, সিপিকে মেইল করে জানিয়েছেন বলে জানান। এমনকি ডিসি পোর্ট, মুখ্যমন্ত্রীকেও জানিয়েছেন।

তিনি বলেন, “আমাকে কী কারণে ক্লোজ করা হল, তা ওসি সৌমেন বন্দ্যোপাধ্যায়, এএসআই মনসুর আলম, কনস্টেবল খন্দকর আলমকে জবাব দিতে হবে। ”

নাদিয়াল থানা সূত্রে খবর, ওসির তরফ থেকে একটা রিপোর্ট ডিসিকে পাঠানো হয়। এরপর  এসআই ওসির নির্দেশ অমান্য করেন। তারপর এসআই সোমাকে ক্লোজ করা হয় এবং পুলিশের অন্য মহিলা বিভাগে বদলি করা হয়।

ডিসি পোর্ট হরিকৃষ্ণ পালের বক্তব্য, “মহিলা এসআইয়ের সমস্ত অভিযোগ আগেই জমা পড়েছিল এবং ওই অভিযোগগুলি মধ্যে কোন ক্রিমিন্যাল অফেন্সের অভিযোগ নেই। নতুন করে আর কোন অভিযোগ জমা পড়েনি। যা যা অভিযোগ করেছেন, সেগুলোর প্রত্যেকটাই প্রশাসনিক স্তরের। পুরো বিষয়টাই দেখছে দফতর।  মহিলা এসআইকে অনেক আগেই ক্লোজ করা হয়েছে এবং বদলি করা হয়েছে।”