SIR in Bengal: ১৬ ঘণ্টা ধরে চলছে না অ্যাপ! ‘SIR-র কাজ শেষ হবে না…’, দাবি বিএলও-দের
West Bengal SIR News: কলকাতার একাধিক এলাকা থেকেই উঠে আসছে 'সার্ভার সমস্যার' অভিযোগ। এসআইআর জন্য নির্ধারিত নির্বাচন কমিশনের অ্য়াপে তথ্য আপলোড করতে পারছেন না বিএলও-রা। গত ষোলো ঘণ্টা ধরে বন্ধ হয়ে রয়েছে এই অ্য়াপ, অভিযোগ বিএলওদের। যার জেরে কাজ এগোয়নি এক ফোঁটাও।

কলকাতা: সময়ের কাঁটা ঘুরছে। সপ্তাহ পেরলেই ৪ তারিখ। বিএলও-দের SIR-ডেডলাইন। এই তারিখের মধ্য়ে ডিজিটাইজড হওয়া তথ্যের ভিত্তিতে তৈরি হবে খসড়া তালিকা। কিন্তু তথ্য ডিজিটাইজডই না হয়, তখন কী হবে? বুধবার থেকে স্তব্ধ হয়ে রয়েছে এসআইআর কাজে ব্যবহৃত অ্য়াপ। কাজ করতে পারছেন না বিএলও-রা, এমনটাই অভিযোগ। ফলত, তথ্য আপলোড কার্যত বন্ধ হয়ে গিয়েছে বললেই চলে।
কলকাতার একাধিক এলাকা থেকেই উঠে আসছে ‘সার্ভার সমস্যার’ অভিযোগ। এসআইআর জন্য নির্ধারিত নির্বাচন কমিশনের অ্য়াপে তথ্য আপলোড করতে পারছেন না বিএলও-রা। গত ষোলো ঘণ্টা ধরে বন্ধ হয়ে রয়েছে এই অ্য়াপ, অভিযোগ বিএলওদের। যার জেরে কাজ এগোয়নি এক ফোঁটাও। এই ভাবে চললে কীভাবে নির্দিষ্ট ডেডলাইনের মধ্যে কাজ শেষ হবে, সেই প্রশ্ন তুলছেন বিএলও-রা। অবশ্য কমিশন এই নিয়ে এখনও কোনও উত্তর দেয়নি।
এদিন রাজ্যের সিইও দফতরের সামনে বিক্ষোভরত এক ‘প্রতিবাদী’ বিএলও বলেন, ‘এই সমস্যা আজকের নয়। যেদিন থেকে রাজ্য়ের ভোটার তালিকার নিবিড় পরিমার্জনের কাজ শুরু হয়েছে, ঠিক সেই দিন থেকেই এমন একাধিক সমস্যার সম্মুখীন হতে হয়েছে আমাদের। কমিশনকে বারংবার বলা সত্ত্বেও ওনাদের কোনও হেলদোল নেই। আমরা গতকাল যখন সিইও দফতরে গিয়েছিলাম, তখন আমাদের জানানো হয়, দিল্লির সঙ্গে এই ইস্যুতে কথা হয়েছে। কিন্তু তারপরেও একই অবস্থা।’
ডিজিটাইজেশন প্রক্রিয়া বা ভোটারের তথ্য কমিশনের অ্যাপে আপলোড করার কাজের সূচনাপর্ব থেকেই জিইয়ে রয়েছে এই ‘সার্ভার সমস্যার’ অভিযোগ। বিএলও-দের একটাই দাবি, ইন্টারনেট ইস্যু, সার্ভার সমস্যার জেরে ভোটারদের তথ্য আপলোড করা সম্ভব হচ্ছে। কাজে দেরী হচ্ছে। কেউ কেউ এও বলেছিলেন, নির্ধারিত ডেডলাইন পিছতে হবে। কিন্তু এই সব দাবি মানতে চায়নি কমিশন। অবশ্য অ্যাপের সমস্যা মেটাতে তাঁরাও যে কোনও পদক্ষেপ নেয়নি এমনটা নয়।
সম্প্রতি সাংবাদিক বৈঠকে রাজ্য়ের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী জানিয়েছিলেন, ‘আমরা একটা ওয়াইফাই হাব তৈরি করেছি। যে সকল বিএলও-রা অনলাইনে কাজ করছেন, তাঁদের স্বার্থেই এই কাজ করা হচ্ছে। এছাড়াও সিইও টেলিকম সংস্থার কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।’ কিন্তু এই উদ্যোগের পরেও মিটল না সমস্যা। এদিন প্রতিবাদ মঞ্চে থাকা এক বিএলও বলেন, ‘অ্যাপ কাজ না করলে, সময় মতো কাজ শেষ হবে না।’
