C V Ananda Bose: মুখ্যমন্ত্রী ও তৃণমূলের বিরুদ্ধে মানহানির অভিযোগের ভাবনা রাজ্যপালের: সূত্র

Deeksha Bhuiyan | Edited By: Soumya Saha

Jun 28, 2024 | 11:48 PM

C V Ananda Bose: শপথ-বিতর্কে রাজভবনের সঙ্গে শাসক শিবিরের স্নায়ুর যুদ্ধে এবার আইনি পথে হাঁটতে চলেছে রাজভবন। রাজভবন সূত্রে জানা যাচ্ছে, এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির অভিযোগ তুলে আইনি পরামর্শ নেওয়ার ভাবনা রাজ্যপাল সিভি আনন্দ বোসের।

C V Ananda Bose: মুখ্যমন্ত্রী ও তৃণমূলের বিরুদ্ধে মানহানির অভিযোগের ভাবনা রাজ্যপালের: সূত্র
সিভি আনন্দ বোস
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: তৃণমূলের দুই ভাবী বিধায়কের শপথগ্রহণ ঘিরে বিতর্ক তুঙ্গে। এসবের মধ্যেই বৃহস্পতিবার নবান্নের বৈঠকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, ‘রাজভবনে কেন সবাই যাবে? রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি চলছে… তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে বলে আমার কাছে অভিযোগ এসেছে।’ শপথ-বিতর্কে রাজভবনের সঙ্গে শাসক শিবিরের স্নায়ুর যুদ্ধে এবার আইনি পথে হাঁটতে চলেছে রাজভবন। রাজভবন সূত্রে জানা যাচ্ছে, এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির অভিযোগ তুলে আইনি পরামর্শ নেওয়ার ভাবনা রাজ্যপাল সিভি আনন্দ বোসের।

 

রাজভবনের সূত্র মারফত জানা যাচ্ছে, শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই নয়, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেও মানহানির অভিযোগ তুলে আইনি পরামর্শ নেওয়ার ভাবনা চিন্তা রয়েছে রাজ্যপাল বোসের। প্রসঙ্গত, শুক্রবার বিকেলেই কুণাল ঘোষ রাজ্যপালকে নিশানা করে বলেছেন, “আমার দলের দুই বিধায়ককে হয়রানি যদি এভাবে চলতে থাকে, সোমবার বিকেল তিনটের মধ্যে যদি এই জটিলতার অবসান তিনি না করেন… তাহলে মঙ্গলবার ‘আনটোল্ড স্টোরি অব হোটেল তাজ প্যালেস, নিউ দিল্লি’ সামনে আসবে।” এরপর রাতেই রাজভবন সূত্রে জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মানহানির অভিযোগ তুলে আইনি পরামর্শ নেওয়ার কথা ভাবছেন রাজ্যপাল।

উল্লেখ্য, ভগবানগোলার জয়ী প্রার্থী রেয়াত হোসেন সরকার ও বরাহনগরের জয়ী প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণ থমকে থাকা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। এসবের মধ্যেই এবার রাজ্যপালের বোসের এই আইনি পদক্ষেপের ভাবনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। রাজভবন সূত্রে এও জানা যাচ্ছে, রাজ্যপাল বোস ইতিমধ্যেই কেন্দ্রীয় আইনমন্ত্রীর সঙ্গে একপ্রস্থ বৈঠক সেরে নিয়েছেন।

Next Article