Abhishek Banerjee: দেবীপক্ষে আরও নিবিড় জনসংযোগে নামছেন অভিষেক, থাকছে ঠাসা কর্মসূচি

TMC: আগামী ১৬, ১৭, ১৮, ১৯ অক্টোবর নিজের লোকসভা কেন্দ্রে ম্যারথন কর্মসূচিতে নামছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুজোর আগে বস্ত্র বিতরণ কর্মসূচি চলবে সেখানে। তৃণমূল সূত্রে খবর, প্রতিদিন দু'টি করে কর্মসূচি থাকবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

Abhishek Banerjee: দেবীপক্ষে আরও নিবিড় জনসংযোগে নামছেন অভিষেক, থাকছে ঠাসা কর্মসূচি
অভিষেক বন্দ্যোপাধ্যায়Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Oct 12, 2023 | 11:41 PM

কলকাতা: পুজোর মুখে আরও নিবিড় জনসংযোগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এবার নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে (Diamond Harbour) নিবিড় জনসংযোগে নামছেন তিনি। আগামী ১৬, ১৭, ১৮, ১৯ অক্টোবর নিজের লোকসভা কেন্দ্রে ম্যারথন কর্মসূচিতে নামছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুজোর আগে বস্ত্র বিতরণ কর্মসূচি চলবে সেখানে। তৃণমূল সূত্রে খবর, প্রতিদিন দু’টি করে কর্মসূচি থাকবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। উল্লেখ্য, সামনেই লোকসভা নির্বাচন। চব্বিশের মহারণের আগে এটাই শেষ দুর্গাপুজো। আর এই শারদোৎসবে বস্ত্র বিতরণ কর্মসূচির মাধ্যমে আরও নিবিড় জনসংযোগে নজর তৃণমূলের অঘোষিত ‘সেকেন্ড-ইন-কমান্ডের’।

শনিবার মহালয়া। তারপর থেকেই শুরু হয়ে যাচ্ছে দেবীপক্ষ। আর দেবীপক্ষে আগামী সপ্তাহের শুরু থেকেই নিজের সংসদীয় এলাকায় ব্যাপক জনসংযোগে নামছেন অবিষেক। এখনও পর্যন্ত তৃণমূল সূত্র মারফত যা খবর, ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভা এলাকায় এই কর্মসূচি হওয়ার কথা । প্রতিদিন দু’টি করে কর্মসূচি আয়োজিত হবে, অর্থাৎ চারদিনে সব মিলিয়ে মোট আটটি কর্মসূচি চালানো হবে। প্রাথমিকভাবে দলীয় সূত্রে খবর, প্রতিটি বিধানসভা এলাকা পিছু প্রায় ৬-৭ হাজার মানুষকে বস্ত্র বিতরণ করবেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, এর আগেও নিজের লোকসভা এলাকায় একাধিক পদক্ষেপ করেছেন অভিষেক। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ‘এক ডাকে অভিষেক’ কর্মসূচি ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। অভিষেকের ‘ডায়মন্ড হারবার মডেল’ গোটা রাজ্যেই প্রভাব ফেলেছে। শুধু নিজের লোকসভা এলাকাতেই নয়, অভিষেকের গোটা রাজ্যজুড়ে ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিও জনসংযোগে বাড়তি মাত্রা যোগ করেছে। আর এবার পুজোর মুখে নিজের লোকসভা এলাকায় আরও নিবিড় জনসংযোগে নজর দিচ্ছেন অভিষেক।