Panchayet Election: নির্বাচনী আচরণবিধির কারণে আপাতত বন্ধ রোজগার মেলা, নির্দেশ রাজ্য নির্বাচন কমিশনের: সূত্র

State Election Commission: রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, যেহেতু রাজ্যে নির্বাচনী আচরণবিধি কার্যকর হয়ে গিয়েছে, তাই এই মুহূর্তে ১৩ তারিখ রোজগার মেলার আয়োজন করা যাবে না।

Panchayet Election: নির্বাচনী আচরণবিধির কারণে আপাতত বন্ধ রোজগার মেলা, নির্দেশ রাজ্য নির্বাচন কমিশনের: সূত্র
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Jun 10, 2023 | 11:49 AM

কলকাতা: পঞ্চায়েত ভোটের (Panchayet Election 2023) নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে। পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি জারির সঙ্গে সঙ্গে রাজ্যজুড়ে কার্যকর হয়ে গিয়েছে আদর্শ আচরণবিধিও (Model Code of Conduct)। আর সেই কারণে রোজগার মেলা (Rojgar Mela) বন্ধ করার নির্দেশ দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। সূত্র মারফত এমনই জানা যাচ্ছে। উল্লেখ্য, আগামী ১৩ জুন থেকে নেতাজি ইনডোর স্টেডিয়ামে এই রোজগার মেলার আয়োজন হওয়ার কথা ছিল। এই রোজগার মেলা হল কেন্দ্রীয় সরকারের একটি উদ্যোগ, যেখানে বিভিন্ন নিয়োগকারী সংস্থা আসে। চাকরিপ্রার্থী যুবক-যুবতীরাও আসেন। তাঁদের চাকরির জন্য আবেদন ও ইন্টারভিউয়ের এক সুযোগ করে দেওয়া হয় এই রোজগার মেলার মাধ্যমে।

রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, যেহেতু রাজ্যে নির্বাচনী আচরণবিধি কার্যকর হয়ে গিয়েছে, তাই এই মুহূর্তে ১৩ তারিখ রোজগার মেলার আয়োজন করা যাবে না। যতদিন পর্যন্ত রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের প্রক্রিয়া শেষ না হচ্ছে, ততদিন এই রোজগার মেলার আয়োজন করা যাবে না বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে। তবে নির্বাচন পর্ব মিটে যাওয়ার পর এই রোজগার মেলা আয়োজনে কোনও আপত্তি নেই কমিশনের।

উল্লেখ্য, রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে কিছুদিন আগেই দায়িত্ব গ্রহণ করেছেন রাজীব সিনহা। রাজ্যের মুখ্যসচিব হিসেবেও অতীতে দায়িত্ব পালন করেছেন তিনি। ফলে একজন প্রাক্তন মুখ্যসচিব হিসেবে প্রশাসনিক ক্ষেত্রে দায়িত্বভার পালনের পূর্ব অভিজ্ঞতা রয়েছে তাঁর। সদ্য দায়িত্ব গ্রহণের পরই পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছেন তিনি। এক দফায় পঞ্চায়েত ভোট আয়োজনের মতো সাহসী পদক্ষেপ করেছেন। বিশেষ করে, অতীতে যেভাবে রাজ্যে পঞ্চায়েত ভোটে হিংসা ও অশান্তির অভিযোগ উঠেছে, সেই জায়গায় এক দফায় পঞ্চায়েত ভোট আয়োজন স্বাভাবিকভাবেই রাজ্য নির্বাচন কমিশনের জন্য একটি বাড়তি চ্যালেঞ্জ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।